NOW READING:
ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০
December 15, 2024

ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০

ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ! সিলেটে নামল সেনা, আহত ৬০
Listen to this article


নয়াদিল্লি: বাংলাদেশের সিলেটে ফোনে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে থামাতে নামাতে হল সেনা। এই সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৬০ জন।

ভারতকে নিয়ে যাদের এত বিদ্বেষ, প্রতিদিনই ভারতবিরোধী হুঁশিয়ারি শোনা যাচ্ছে, তাদের দেশের কট্টরপন্থী নেতাদের গলায়। ভারতের বিরুদ্ধে লাগাতার হুমকি, হুঁশিয়ারি, যুদ্ধজিগির থেকে  প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্য়র্পণের দাবি।  কিন্তু তাদের নিজের দেশেই চরমে উঠেছে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশের সিলেটে সামান্য় মোবাইলে চার্জ দেওয়া নিয়ে এমন সংঘর্ষ বাধে যে, আহত হয় ৬০ জন। এমন অবস্থা হয়, যে, নামাতে হয় সেনাবাহিনী। 

এদিকে বাংলাদেশেই অবাধে ঘুরে বেড়াচ্ছে জেল পালানো অসংখ্য় সাজাপ্রাপ্ত বন্দি। এতগুলো মাস হয়ে গেলেও জেলের বাইরে বুক ফুলিয়ে ঘুরছে কুখ্য়াত জঙ্গিরা। রয়েছে বহু মৃত্য়ুদণ্ডপ্রাপ্ত বন্দিও। সূত্রের খবর, হাসিনা সরকারের পতনের সময়, ৮টি কারাগার থেকে পালিয়ে যায় হাজারের ওপর বন্দি। ৬ই অগাস্ট, কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় প্রায় দুশো বন্দি। জেলের ভিতরেই অগ্নিসংযোগ, ভাঙচুর, লুঠপাট চলে। পলাতক বন্দিদের মধ্য়ে ছিল ৮৮ জন মৃত্য়ুদণ্ডপ্রাপ্তও। পরবর্তীতে ৮ জন ধরা পড়লেও, বাকি ৮০ জন এখনও ফেরার। জেল ভেঙে পালানো ৭৮ জঙ্গিও এখনও গ্রেফতার হয়নি।

অন্য়দিকে, ১৯ জুলাই, নরসিংদী কারাগারে হামলা চালায় বিক্ষোভকারীরা। জেল ভেঙে পালিয়ে যায় ৯ জঙ্গি সহ ৮২৬ জন। লুঠ হয়ে যায় অস্ত্রাগারে থাকা ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার ১৫০টি গুলি। কারারক্ষীদের ব্য়ারাক, কারা হাসপাতাল জ্বালিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, পরবর্তীতে বেশ কিছু পলাতক জেলবন্দি আত্মসমর্পণ করে। গ্রেফতারও করা হয় বেশ কয়েকজনকে। মোট সংখ্য়াটা ৬১১ জন। তবে, এখনও খোঁজ নেই একটা বড় অংশের। তারমধ্য়ে রয়েছে একাধিক সাজাপ্রাপ্ত জঙ্গিও। কারাগারে আগুন ধরিয়ে দেওয়ায় পুড়ে যায় গুরুত্বপূর্ণ সব নথি। ফলে, বন্দিদের খোঁজ পেতেও বেগ পেতে হচ্ছে সে দেশের পুলিশ প্রশাসনকে। শেরপুর কারাগার থেকেও পালিয়ে যায় ৫১৮ জন বন্দি। জেলে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। লুঠ হয় প্রচুর আগ্নেয়াস্ত্র, গুলি। পরবর্তীকালে কিছু বন্দিদের ধরা গেলেও, এখনও খোঁজ নেই ৩৬৯ জনের। সূত্রের খবর, সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যায় ৮৭ জন বন্দি। পরবর্তীতে পুলিশ, RAB, BGB-র অভিযানে ৩৪ জনকে ধরা গেলেও, এখনও ফেরার ৫৩ জন। কুষ্টিয়া কারাগারের ২৪ জন বন্দি এখনও পলাতক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sheikh Hasina: ‘ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ’, ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের

আরও দেখুন



Source link