Bangladesh: বাংলাদেশে বাতিল ‘জয় বাংলা’ স্লোগান! শেখ মুজিবকে মুছে ফেলতে চাইছে ইউনূস সরকার…
![Bangladesh: বাংলাদেশে বাতিল ‘জয় বাংলা’ স্লোগান! শেখ মুজিবকে মুছে ফেলতে চাইছে ইউনূস সরকার… Bangladesh: বাংলাদেশে বাতিল ‘জয় বাংলা’ স্লোগান! শেখ মুজিবকে মুছে ফেলতে চাইছে ইউনূস সরকার…](https://i3.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/12/10/508320-2.png?w=991&resize=991,564&ssl=1)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না ‘জয় বাংলা’। সুপ্রিম কোর্টে মহম্মদ ইউনূস সরকারের আপিলকে সমর্থন করে ২০২০ সালে হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত। ফলে শেখ হাসিনার বিদায়ের পর শেখ মুজিবকেও মুছে ফেলতে চাইছে বাংলাদেশ সরকার। এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে।
আরও পড়ুন- কংগ্রেস আপত্তি করলে কিছু যায় আসে না, মমতাকে ‘ইন্ডিয়া’ জোটের মুখ করার পক্ষে সওয়াল লালু প্রসাদেরও
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ রিট করেন।
২০১৭ সালের ৪ ডিসেম্বর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করে হাইকোর্ট। রুলে ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট।
২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেন, ‘জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান। জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা ৭ মার্চের ভাষণের সঙ্গে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে’।
আদালত আরও বলেন, ‘আবেদনকারী সংবিধানের ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদের ধারাবাহিকতায় জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন, এটা এই আদালতের এখতিয়ার বহির্ভূত। কারণ কোনো আইন প্রণয়ন করা এবং সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার জাতীয় সংসদের’।
পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)