NOW READING:
রক্তস্নাত বাংলাদেশে অশান্তি অব্যাহত, এবার হ্যাক প্রধানমন্ত্রী ও পুলিশের ওয়েবসাইট
July 23, 2024

রক্তস্নাত বাংলাদেশে অশান্তি অব্যাহত, এবার হ্যাক প্রধানমন্ত্রী ও পুলিশের ওয়েবসাইট

রক্তস্নাত বাংলাদেশে অশান্তি অব্যাহত, এবার হ্যাক প্রধানমন্ত্রী ও পুলিশের ওয়েবসাইট
Listen to this article


ছন্দে ফেরার ইঙ্গিতের মাঝেই অশান্তির আগুন জ্বলছে ধিকিধিকি করে। বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে ফেলল হ্যাকাররা। https://pmo.gov.bd/ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট।  সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ খবরটি প্রকাশ্যে আসে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে,সোমবার রাতে দেখা যায় , প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটের ওপরে লেখা ‘Hacked by The Resistance’। শুধু প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট নয়, কয়েকদিন আগে হ্যাক হয়, বাংলাদেশের একটি ব্যাঙ্কের সাইটও। 

প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইটের তথ্যগুলিও বদলে দেয় হ্যাকাররা। যেমন সেখানে যে কোনো জায়গায় ক্লিক করলে  প্রতিফলিত হতে শুরু করে  ‘অপারেশন হান্টডাউন’ । এদিকে আবার সেই সাইট জুড়ে দেখা যায়  অজ্ঞাত নানা ব্যক্তির ছবি।  কোটা সংস্কার আন্দোলনে নানা স্লোগানও দেখা যায় প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটে। প্রতিবাদ নয়, যুদ্ধ – এই বার্তা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে। 

কিছুদিন আগে একই ভাবে হ্যাক হয় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট । সেখানেও ওয়েবসাইটে ঢুকলে দেখা যাচ্ছিল ‘অপারেশন হান্টডাউন’। প্রাথমিক ভাবে  বাংলাদেশ ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়, এটি  কারিগরি ত্রুটির জন্য হচ্ছে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোয় প্রকাশিত তথ্য অনুসারে, গত শুক্রবার দুপুরে কিছু জায়গায় ইন্টারনেট চালু হওয়ার পর দেখা যায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। সাইটে লেখা অপারেশন হান্টডাউন। তার নিচে লেখা স্লোগান –  Unite with us. Stand against violence. Together, we will make a change. একই গ্রুপ পরপর এই কাজগুলি করছে কি না খতিয়ে দেখা হচ্ছে।  

আরও পড়ুন: Bangladesh Anti Quota Protests: মৃত বেড়ে ১৬১, নিখোঁজ অনেকে, বাংলাদেশ এখনও সবকিছু থেকে বিচ্ছিন্ন, নেই যোগাযোগের উপায়

আরও দেখুন



Source link