NOW READING:
সন্ন্যাসীর জামিনের শুনানির আগের রাতে আইনজীবী রমেন রায়ের উপর নির্মম হামলা।
December 2, 2024

সন্ন্যাসীর জামিনের শুনানির আগের রাতে আইনজীবী রমেন রায়ের উপর নির্মম হামলা।

সন্ন্যাসীর জামিনের শুনানির আগের রাতে আইনজীবী রমেন রায়ের উপর নির্মম হামলা।
Listen to this article



<p>ABP Ananda Live: সন্ন্যাসীর হয়ে কোর্টে সওয়াল, এবার বাংলাদেশে টার্গেট আইনজীবীরা! সন্ন্যাসীর গ্রেফতারিতেও ক্ষান্ত নয় বাংলাদেশের কট্টরপন্থীরা! বাংলাদেশে। সন্ন্যাসীর আইনজীবী রমেন রায়ের উপর নির্মম হামলা। আইনজীবী রমেন রায়ের বিরুদ্ধেও দেহদ্রোহের মামলা বাংলাদেশ সরকারের! চট্টগ্রাম কোর্টে সন্ন্যাসীর জামিনের শুনানির আগের রাতে আইনজীবীরা টার্গেট! আইসিইউতে ভর্তি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রমেন রায়: রাধারমণ দাস।</p>
<p>&nbsp;</p>
<p>আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ।</p>
<p>’আর জি করকাণ্ডে দ্বিতীয়বারের জন্য CFSL করতে ৫টি DVR ও ৫টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে। রিপোর্ট খতিয়ে দেখা চলছে’, আদালতে জানাল সিবিআই। ‘CFSL রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। DVR থেকে কিছু DELETE করলে EXTRACTION করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই’, আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর</p>
<p>’জেল হেফাজতে নেওয়ার প্রয়োজন কি ? কোনও নতুন তথ্য সিবিআই দেখাতে পারেনি’, আদালতে সওয়াল অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। ‘সরকারি চাকুরে পালানোর বিষয় নেই’, আদালতে সওয়াল অভিজিতের আইনজীবীর। ‘অবশ্যই পালানোর সম্ভাবনা আছে, অন্য কেসে পুলিশ কমিশনারকে পাইনি’, আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের।</p>



Source link