জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনাকে দেশছাড়া করার পর বাংলাদেশর ভারত বিরোধিতা প্রকাশ্যে এসেছে। এমনকি দেশের বহু প্রভাবশালী ব্যক্তির দাবি, ভারত হাসিনাকেই পছন্দ করত, বাংলাদেশিদের নয়। ভারত বিরোধিতার পাশাপাশি বাংলাদেশিদের পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতাও প্রকাশ্যে এসেছে। পাকিস্তান থেকে পণ্য এসেছে বাংলাদেশে। পাশাপাশি বাংলাদেশি পড়য়াদের পাকিস্তানে পড়তে যাওয়ার অনুমতি মিলেছে। এবার সমীক্ষায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন-রাজ্যসভায় জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল
সম্প্রতি এক মার্কিন সংবাদমাধ্যমের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের ৫৯ শতাংশ মানুষ পকিস্তানকে পছন্দ করেন। অন্যদিকে ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ মানুষ। অক্টোবরে ওই সমীক্ষাটি করা হয়। জরিপে এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে ১ থেকে ৫ স্কেলে ‘ভোট’ দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের ১ এবং ২ মিলে হয় ‘পছন্দ’ আর ৪ এবং ৫ মিলে ‘অপছন্দ।’
সমীক্ষার ফলাফল অনুযায়ী, উত্তরদাতাদের ২৮.৫ শতাংশ পাকিস্তানকে ‘অপছন্দ’ করে মত দেন। অন্যদিকে ভারতের ‘অপছন্দ’ স্কোর ছিল ৪১.৩ শতাংশ। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে ‘অপছন্দ’হচ্ছে মায়ানমার, যা আগে বার্মা নামে পরিচিত ছিল। উত্তরদাতারা মায়ানমারকে ‘অপছন্দ’ স্কেলে ৫৯.১ শতাংশ এবং ‘পছন্দ’ স্কেলে ২৪.৫ শতাংশ রায় দেয়। সাম্প্রতিক বছরগুলোতে মায়ানমার থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম মায়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অন্যান্য বাছাই করা দেশের মধ্যে, ‘পছন্দ’ স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পেয়েছে ৬৮.৪ শতাংশ, যদিও চিন ৬৬ শতাংশ, রাশিয়া ৬৪ শতাংশ এবং যুক্তরাজ্য ৬২.৭ শতাংশ ভোটে পেয়েছে।
বাংলাদেশের জনতত্ত্বের সাথে সামঞ্জস্য রেখে সমীক্ষায় ১০০০ উত্তরদাতা বাছাই করা হয়। সেখানে সমান সংখ্যার মহিলা এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭ শতাংশ ছিলেন মুসলিম। উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ছিল ৩৪ বছর বয়সের নিচে এবং প্রায় এক-চতুর্থাংশ শহুরে মানুষ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)