# Tags
#Blog

Bangladesh: জনতার হেনস্থার পর থানায় এনে গ্রেফতার, শেষপর্যন্ত শর্ত সাপেক্ষে সাংবাদিক মুন্নিকে ছাড়ল পুলিস

Bangladesh: জনতার হেনস্থার পর থানায় এনে গ্রেফতার, শেষপর্যন্ত শর্ত সাপেক্ষে সাংবাদিক মুন্নিকে ছাড়ল পুলিস
Listen to this article


সেলিম রেজা, ঢাকা:  বাংলাদেশে প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ সাংবাদিক মুন্নী সাহাকে পরিবারের হাতে তুল দিল পুলিস।  শনিবার মাঝরাতে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে বিক্ষুপ্ত জনতার তোপের মুখে পড়েন ওই সাংবাদিক। পুলিস তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। সেখানে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া-সহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারেরহাতে মুন্নী সাহাকে তুলে দিয়েছে পুলিশ। এজন্য ৪ মামলায় আত্মসমর্পণ করে ঢাকার আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-আবাসের ‘টাকা’ ফেরত চাওয়ায় বেধড়ক মারে মৃত্যু! অভিযুক্ত তৃণমূল নেতা…

জি ২৪ ঘণ্টাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিসের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তার বিরুদ্ধে ঢাকায় ৪টি মামলা আছে। সেসব মামলায় তাকে আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নিতে হবে। যেহেতু তিনি প্যানিক অ্যাটকের শিকার এবং মহিলা সাংবাদিক। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন নেওয়ার শর্তে ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় গ্রেপ্তার মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়। ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন, ঢাকার কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পুলিস তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। যদিও পুলিশ হেফাজতে নেওয়ার পর ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন ঢাকার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

জানা গেছে, রাজধানী ঢাকার কারওয়ান বাজারে ‘এক টাকার খবরে’র অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নী সাহা। সেখানে গিয়ে তিনি জনতার তোপের মুখে পড়েন। বেশকিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকার তেজগাঁও থানা পুলিস তাকে হেফাজতে নেয়। ঢাকার তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জি মিডিয়াকে বলেন, ঢাকার কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সামনে সবজি কিনছিলেন মুন্নী সাহা। এ সময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার ওপর চড়াও হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঢাকার তেজগাঁও থানা পুলিস। পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। গত ২২ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানায় ওই মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিস ও র‍্যাব কর্মকর্তাদের আসামি করা হয়। পাশাপাশি ঢাকার ৭ জন সাংবাদিককেও এ মামলায় আসামি করা হয়। তাদের মধ্যে একজন মুন্নী সাহা।
 
বাংলাদেশের টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহার সাংবাদিকতা শুরু দৈনিক পত্রিকা আজকের কাগজ দিয়ে। সেখান থেকে দৈনিক ভোরের কাগজে দীর্ঘসময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলা টেলিভিশনে। এটিএন নিউজের শুরু থেকে মুন্নী সাহা এই টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ টেলিভিশন থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামের নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি।

এদিকে, সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে গত ৬ অক্টোবর ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেনের তথ্য ৭ অক্টোবরের মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে। এ ছাড়া হিসাব খোলার ফরম, টিপি, কেওয়াইসি প্রোফাইল ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ও অন্যান্য দলিলাদির তথ্যও বিএফআইইউকে পাঠাতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal