কলকাতা: শান্তি নোবেল জয়ী ইউনূসের জমানায় বাংলাদেশে অশান্তির আগুন। লাগাতার সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দিরে ভাঙচুর। এবার ইউনূসকে রাজধর্ম পালনের পরামর্শ দিলেন এপারের নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী।
মানবাধিকার দিবসে মহম্মদ ইউনূসকে পরামর্শ দিয়ে নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী বলেছেন,’বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশে প্রায় ৪০ বছর কাজ করেছি, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। কিন্তু আজ আর সেই পরিস্থিতি নেই। যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, তাতে মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বাংলাদেশে যেনও মানবাধিকারকে বন্দি করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।
আরও পড়ুন, বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন, প্রতিবাদে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে শুভেন্দুরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন