বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার প্রতিবাদ করে প্রহৃত মহিলা ! প্রকাশ্য রাস্তায় ফেলে বেধড়ক মার..
নয়াদিল্লি: নৈরাজ্যের বাংলাদেশে (Bangladesh Violence) ফের হিংসার আগুন, আক্রান্ত প্রতিবাদীরা (Protesters)। ধানমণ্ডিতে মুজিবের (Sheikh Mujibur Rahman) বাড়ির সামনে প্রতিবাদী মহিলা ও ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার নিন্দা করে আওয়ামি লিগের পক্ষে ( Awami League) সওয়াল করেন এক মহিলা। তারপরই প্রকাশ্য রাস্তায় ওই মহিলাকে ফেলে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, বঙ্গবন্ধুর বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রহৃত হয়েছেন এক ব্যক্তিও।
বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার প্রতিবাদ করে প্রহৃত মহিলা ! ‘আমাকে বাঁচাও…’
এদিন প্রতিবাদী ওই মহিলার উপর চড়াও হয়ে আক্রমণ চালানো হয়। আক্রমণের মাঝেই ভেসে আসে, কাতর আর্তনাদ। আমাকে বাঁচাও…। তার সঙ্গের দুই একজন, আক্রান্তকে না মারার জন্য কাকুতিমিনতিও করেন আক্রমণকারীদের। কিন্তু তারপরেই মার থামানো হয়নি। মহিলাকে টেনে মাটিতে ফেলে দিয়ে ফের মারধর চলে। গত কয়েকমাস ধরে বাংলাদেশে হিন্দু বিদ্বেষ তো চলছেই। তারই সঙ্গে হাসিনা কিংবা বঙ্গবন্ধুর পক্ষে থেকে আওয়াজ তুললেই চলছে এভাবেই আক্রমণ।
ধানমুণ্ডিতে অগ্নিসংযোগ, উঠেছে ভারত বিরোধী স্লোগান
অপরদিকে, হাসিনার সরকারের পতনের পর বঙ্গবন্ধুর মূর্তিকে কেন্দ্র করে একের পর এক হামলার ঘটনা ঘটেছে।এদিকে গতকাল রাতব্যাপী ধানমুণ্ডিতে অগ্নিসংযোগের ঘটনার ঘটেছে। উঠেছে ভারত বিরোধী স্লোগান উঠছে। এর প্রতিবাদ যখন কেউ করছে, তাঁদের কাউকেই ছাড়া হচ্ছে না। রীতিমত হামলা চালানোর অভিযোগ উঠছে।এর থেকে বার্তা খুব স্পষ্ট, কোনওভাবেই গণতন্ত্রের বাতাবরণ সেখানে নেই। এর সঙ্গে এটাও স্পষ্ট হচ্ছে যে, শেখ মুজিবর রহমানকে ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণ মুছে ফেলার কর্মসূচি নিয়েছে বিরোধীরা।
‘পলাতক হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়েছে’
ধূলিসাৎ বঙ্গবন্ধুর বাড়ি, নীরব দর্শক ইউনূস সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ। ‘পলাতক হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়েছে’, এই ঘটনা তার বহিঃপ্রকাশ, বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।
আরও পড়ুন, সরস্বতী পুজোয় ফোনে কার সঙ্গে কথা ? ভাগ্নীকে কাঠের বাটাম দিয়ে মার ! আর প্রাণ ফিরল না নবম শ্রেণীর ছাত্রীর..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন