Bangladesh Update: শাদ রাডির পর এবার জালে তার ভাই ও বন্ধু । ২ জনের বিরুদ্ধেই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রাজ্য পুলিশের STF-এর।
দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ! অনুপ্রবেশকারীদের আধার কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা। ফেরত পাঠানো হল ওপারে। চিহ্নিত ৪০০ বাংলাদেশি পরিবার। জালে পাসপোর্ট জালিয়াতির আরেক ধুরন্ধর। গাইঘাটায় গ্রেফতার বেহালার ট্রাভেল সংস্থার কর্ণধার। জাল নথিতে বানানো পাসপোর্ট দেখিয়ে ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ, আদালতে দাবি পুলিশের। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের সরাসরি ভূমিকা নেই। একের পর এক জালিয়াতি প্রকাশ্যে আসতেই দাবি ডিজির। এবার থেকে নজর রাখবেন এসপি, ডিসি-রা, জানালেন রাজীব কুমার।
১০ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। ১৪ই জানুয়ারি মকর সংক্রান্ত্রি স্নান। সেই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা গঙ্গানসাগরে । এই কথা জানালেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্ত ও সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও।
+ There are no comments
Add yours