NOW READING:
অসমে অপারেশন প্রঘাত, ধৃত আরও দুই জঙ্গি
December 26, 2024

অসমে অপারেশন প্রঘাত, ধৃত আরও দুই জঙ্গি

অসমে অপারেশন প্রঘাত, ধৃত আরও দুই জঙ্গি
Listen to this article


Bangladesh News: আরও এক সন্দেহভাজন জঙ্গির বাংলা-কানেকশন। আনসারুল্লাহ্ বাংলা টিমের শাদ রাডি ও ABT-র প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত ফারহান ইশরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ধৃত নুর ইসলাম মণ্ডলের। অসমের কোকরাঝাড়ের বাসিন্দা নুর পেশায় রাজমিস্ত্রি। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন এই জঙ্গির আনাগোনা ছিল পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ ও ফালাকাটা-সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠকও করে গেছে বছর চল্লিশের নুর ইসলাম মণ্ডল। কোথায় কোথায়, কার বা কাদের সঙ্গে নুরের যোগাযোগ হয়েছিল, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই নুর ইসলাম মণ্ডলকে অসম থেকেই গ্রেফতার করা হয়েছিল।

 

: আরও এক সন্দেহভাজন জঙ্গির বাংলা-কানেকশন। আনসারুল্লাহ্ বাংলা টিমের শাদ রাডি ও ABT-র প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত ফারহান ইশরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ধৃত নুর ইসলাম মণ্ডলের। অসমের কোকরাঝাড়ের বাসিন্দা নুর পেশায় রাজমিস্ত্রি। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন এই জঙ্গির আনাগোনা ছিল পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ ও ফালাকাটা-সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠকও করে গেছে বছর চল্লিশের নুর ইসলাম মণ্ডল। কোথায় কোথায়, কার বা কাদের সঙ্গে নুরের যোগাযোগ হয়েছিল, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই নুর ইসলাম মণ্ডলকে অসম থেকেই গ্রেফতার করা হয়েছিল।



Source link