NOW READING:
‘হস্তক্ষেপ করুন রাজ্যপাল..’, বাংলাদেশ ইস্যুতে রাজভবনে কুণাল ঘোষ
December 9, 2024

‘হস্তক্ষেপ করুন রাজ্যপাল..’, বাংলাদেশ ইস্যুতে রাজভবনে কুণাল ঘোষ

‘হস্তক্ষেপ করুন রাজ্যপাল..’, বাংলাদেশ ইস্যুতে রাজভবনে কুণাল ঘোষ
Listen to this article


কলকাতা:  অশান্ত বাংলাদেশ, পরপর মন্দির ভাঙচুর, আক্রান্ত হিন্দুরা, চলছে হুমকিও। আজ ভারত-বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক চলছে ঢাকায়। এমন এক পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তৃণমূলের তরফে কুণাল ঘোষ। নগেন্দ্র মঠ ও মিশনের তরফে রাজ্যপালের সঙ্গে বৈঠক হয়েছে। এদিন কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, হস্তক্ষেপ করুন রাজ্যপাল। বিদেশ সচিব বৈঠক করছেন, কিন্তু ফলাফল চাই। রাজ্যপাল কেন্দ্রকে হস্তক্ষেপের আর্জি জানাবেন, বৈঠক শেষে দাবি কুণাল ঘোষের।

এদিন রাজভবনের বাইরে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেন, ‘আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। আমরা একটি স্মারক লিপি দিয়েছি। আমরা বলেছি , বাংলাদেশে যে ঘটনা ঘটছে, কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হতে হবে। কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটাতো রাজ্য সরকারের এক্তিয়ার নয়। রাজ্যপালের কাছে আমাদের অনুরোধ, যে আপনি অবিলম্বে, কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করুন। আপনি কেন্দ্রীয় সরকারকে বলুন যথাযথ ব্যবস্থা নিতে। যাতে বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করা যায়। বাংলাদেশকে স্পষ্টভাবে বলা যায়, এবং সেটা একটা কার্যকরী ব্যবস্থা হয়। যাতে ওই কাজগুলি ওখানে বন্ধ হয়। মাননীয় রাজ্যপাল পুরোটা শুনেছেন। এবিষয়ে কিছু আলোচনা হয়েছে। এবং তিনি অন্তত আমাদের জানিয়েছেন, তিনি এটা কেন্দ্রের সঙ্গে কমিউনিকেট করবেন।’

কুণাল আরও বলেন, ‘বাংলাদেশে এই ধরণের জিনিস চলতে থাকলে, সেটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে বিরুপ প্রভাব পড়বে। এবং এটার এক্তিয়ার রয়েছে, কেন্দ্রীয় সরকারের। মাননীয় রাজ্যপাল জানিয়েছেন, কেন্দ্রের হাতেই যেহেতু এটা থামানোর ক্ষমতা রয়েছে, তাই তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যথাযথভাবে কমিউনিকেট করবেন।’

আরও পড়ুন, শারীরিকভাবে প্রতিবন্ধী, কাটমানি দিতে না পারায় ‘আবাস’ থেকে নাম বাদ ! TMC নেতার পা ধরে কাঁদলেন মালদার বাসিন্দা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link