Suvendu Adhikari: ‘চিন্ময়কৃষ্ণ সমস্ত হিন্দুদের এক করছিলেন’, মন্তব্য শুভেন্দুর। ‘এখানেও কিছু জালি হিন্দু TMC-র সঙ্গে আছে, ওখানেও কিছু জালি হিন্দু BNP-র পাশে আছে ‘ : শুভেন্দু অধিকারী।
আরও খবর, ভারতের ভোটার লিস্টে বাংলাদেশি জঙ্গি! শুধু জাল পাসপোর্ট নয়, ভোটার লিস্টেও নাম তুলেছিল মহম্মদ শাদ রাডি । রাজ্যে ২ বিধানসভার ভোটার লিস্টে আনসারুল্লা বাংলার জঙ্গির নাম হরিহরপাড়া ও নওদার ভোটার লিস্টে নাম বাংলাদেশি জঙ্গির । নওদায় মহম্মদ শাদ রাডির পিসির বাড়ি, হরিহরপাড়ায় ধৃত জঙ্গির কাকার বাড়ি। কোর্টে পেশ করা হল ক্যানিংয়ে ধৃত জাভেদ মুন্সিকে। বাংলায় কী উদ্দেশ্যে সন্দেহভাজন জঙ্গি? পিছনে রয়েছে স্লিপার সেল তৈরির পরিকল্পনা ? জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার ১। জম্মু কাশ্মীর পুলিশ ক্যানিংয়ে এসে গ্রেফতার করল। ধৃতের নাম জাভেদ মুন্সি। ক্যানিং হাসপাতালের সামনে থেকে ধৃত জাভেদ মুন্সি শ্রীনগরের বাসিন্দা। ধৃত তেহরিক-ই-মুজাহিদিনের সদস্য বলে অনুমান। কলকাতা পুলিশ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে গ্রেফতার।