# Tags
#Blog

আলো আঁধারি কুঠুরি, ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার ! হাসিনার আমলের ভয়াবহ ‘আয়নাঘরে’ প্রবেশ ইউনূসের..

আলো আঁধারি কুঠুরি, ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার ! হাসিনার আমলের ভয়াবহ ‘আয়নাঘরে’ প্রবেশ ইউনূসের..
Listen to this article



<p><strong>নয়াদিল্লি:</strong> একদিকে যখন নারী নির্যাতন বন্ধের লক্ষ্য়ে একজোট সকলেই, তখন মহম্মদ ইউনূসের জমানায়, বাংলাদেশে হিনদুদের ওপর অকথ্য় নির্যাতনের ছবি ইতিমধ্য়ে সামনে এসেছে।বেছে বেছে হামলা চালানো হয়েছে বাড়ি-ঘর, দোকানপাটে। যার তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব।&nbsp;</p>
<p>পাশাপাশি বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট চরমে। যখন যা ইচ্ছা তাই করছে তারা। হিন্দুদের ওপর আক্রমণ করছে। আবার মাজারও ভাঙছে!কখনও বাংলাদেশের মহিলা ফুটবল টিমের খেলা বন্ধ করে দিচ্ছে। কখনও অভিনেত্রীদের শো রুম উদ্বোধন জোর করে বন্ধ করে দিচ্ছে এই মৌলবাদীরা রীতিমতো সোশাল মিডিয়ায় ঘোষণা করে, ক্রেন-বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে। &nbsp;আগুন দিচ্ছে। লুঠ করছে। শেখ হাসিনার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশজুড়ে আওয়ামি লিগ নেতাদের বাড়িতে হামলা করছে ।</p>
<p>&nbsp;প্রাক্তন রাষ্ট্রপতি থেকে প্রাক্তন সেনাপ্রধান কারও বাড়িকে রেয়াত করছে না! আর সব দেখেও শান্তির দূত মহম্মদ ইউনূস চুপ! যাঁরা তাণ্ডব করছে তাদের ধরার পরিবর্তে যাদের ওপর হামলা হচ্ছে তাদেরকেই ধরার জন্য় অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে তাঁর সরকার!নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারানোর পর বিশ্ব সমাজে চরম অস্বস্তিতে তিনি। আর এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে নজর ঘোরাতে, শেখ হাসিনার আমলে নানা ভয়ঙ্কর কাণ্ড যেখানে ঘটত বলে অভিযোগ সেই আয়নাঘরে পৌঁছে গেলেন মহম্মদ ইউনূস।</p>
<p>একের পর এক ছবিও প্রকাশ করল অন্তর্বর্তী সরকার। আলো আঁধারি কুঠুরি!ছোট্ট ছোট্ট খুপড়ি!ঘরে জানলা নেই। আলো-বাতাস আসা যাওয়ার রাস্তা নেই!কোথাও ঘরের মধ্য়ে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার! অভিযোগ, শেখ হাসিনার আমলে কেউ তাঁর সরকার বা আওয়ামি লিগের বিরোধিতা করলে, তাদের বিনা বিচারে আটকে রাখা হত এই আয়নাঘরে। ‘আয়নাঘর’-এর প্রাক্তন বন্দি বলেছেন, আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদেরকে একটা ছোট টুলের মধ্যে বসানো হত। যেকোনও সময় পড়ে যেতে পারেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কতমাস থাকতে হবে এখানে? বলছে এটা তো আপনাকে বলা যাবে না। এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার ৩-৪ দিন আগে বলা হল, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা দ্বিতীয় সুযোগ দিচ্ছে।</p>
<p>বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেন, এটা বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ব বলে কোনও জিনিস যে আছে। সব ধ্বংস। নৃশংস যা হয়েছে এখানে। যা শুনি অবিশ্বাস্য লাগে। এরকম টর্চার সেল বাংলাদেশ জুড়ে রয়েছে। কেউ বলছে ৭০০-৮০০ রয়েছে। এগুলো সব সংরক্ষিত করা হবে। বিচারের কাজে ব্যবহার করব। তবে মহম্মদ ইউনূসের দফতরের তরফে প্রকাশ করা ছবি ঘিরে নানা প্রশ্নও উঠেছে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, কোথাও নতুন তোয়ালে ঝুলছে। কোনও ঘরে নতুন পাখা!</p>
<p>আরও পড়ুন, <a title="’নন্দীগ্রাম মামলা প্রত্যাহার নয়, রাজ্যের সিদ্ধান্তে ভুল বার্তা যাবে, খুনে অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে..’ !" href="https://bengali.abplive.com/district/nandigram-case-in-spite-of-tmc-government-takes-decision-justice-debangshu-basak-claims-this-case-can-not-be-with-drawn-1120389" target="_self">’নন্দীগ্রাম মামলা প্রত্যাহার নয়, রাজ্যের সিদ্ধান্তে ভুল বার্তা যাবে, খুনে অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে..’ !</a></p>
<p>অনেকে প্রশ্ন তুলছেন, যে চেয়ারকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য় ব্য়বহার করা হত বলে অভিযোগ উঠছে, সেখানে বিদ্য়ুতের সংযোগ কোথায়? ভাইরাল ছবিতে কোথাও দেখে মনে হচ্ছে, সেখানে সদ্য় কোনও নির্মাণ হয়েছে। এই প্রেক্ষাপটে অনেকে এই প্রশ্নও তুলছেন, পুরোটা কি ইউনূস সরকারের সাজানো? তাঁর জমানায় হিন্দুদের ওপর অত্য়াচারের ঘটনা ঘিরে বিশ্বজুড়ে যে সমালোচনার ঝড় উঠেছে, তা থেকে নজর ঘোরাতেই কি এই কৌশল? তবে মহম্মদ ইউনূস সরকার যতই নজর ঘোরানোর চেষ্টা করুক, তাঁর জমানাতেও হিন্দুদের ওপর কী হয়েছে, তা এবার ফাঁস করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তাদের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের রিপোর্টে সামনে এসেছে চাঞ্চল্য়কর তথ্য়।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal