# Tags
#Blog

‘দেশের পতাকাকে পায়ের নীচে রেখে পদদলিত করছে এটা আমরা মেনে নিতে পারি না’, বললেন নওশাদ

‘দেশের পতাকাকে পায়ের নীচে রেখে পদদলিত করছে এটা আমরা মেনে নিতে পারি না’, বললেন নওশাদ
Listen to this article



<p>ABP Ananda Live:&nbsp;’এটা কোনওভাবে কাঙ্খিত নয়। বাংলাদেশ অশ্লীলতা হলে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে অশ্লীলতা হবে এটা আমরা চাই না। ভারত-বাংলাদেশ মৈত্রের দেশ, আমরা সেভাবেই থাকতে চাই। যে পতাকাকে পায়ের নীচে রেখে পদদলিত করছে এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের দেশে বাংলাদেশের পতাকাকে কত সুন্দরভাবে উড়তে দেখি, কেউ তো আমরা বাংলাদেশের হাইকমিশনের পতাকা নিয়ে কোনও প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আবেগের &nbsp;সেরকমই বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের। কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ অসম্মান করবে এটা আমরা মেনে নিতে পারব না। সংখ্যাগুরুদের সুরক্ষা করতে হবে সংখ্যালঘুদের’, বললেন নওশাদ সিদ্দিকি।</p>
<p>*দেশের জাতীয় পতাকা অবমাননা করা আইনত অপরাধ।</p>
<p>সারা বিশ্বে সমালোচনা যতই জোরদার হচ্ছে, ততই বাংলাদেশ যাচ্ছে ইসকনের বিরুদ্ধে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জেলবন্দি করার কড়া সমালোচনা করেছে ভারত থেকে ব্রিটেন। সর্বত্রই ইউনূস সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করা হচ্ছে । এরই মধ্যে আরও এক ধাপ এগিয়ে আরও কড়া পদক্ষেপ নিল বাংলাদেশ। ইসকনের সঙ্গে যুক্ত বহু হিন্দুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল।&nbsp;</p>
<p>বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে সেন্ট্রাল ব্যাঙ্কের নির্দেশে । আগামী ১ মাসের জন্য ফ্রিজ করা হল তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই সময়ে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে সম্পর্কিত ১৭ জন ব্যক্তি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করতে পারবেন না।&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal