বাংলাদেশে তুমুল ছাত্র সংঘর্ষ, উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
ABP Ananda LIVE: অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ । ঢাকা বিশ্ববিদ্যালয় ও আরও ৭টি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষ । গতকাল সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত চলে সংঘর্ষ । ঢাকার নীলক্ষেত এলাকায় বিভিন্ন ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । গোলমাল থামাতে স্টান গ্রেনেড ব্যবহার করতে হয় পুলিশকে । সংঘর্ষে বহু ছাত্র জখম । ছাত্র ভর্তিতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ । ক্ষমা চাইতে হবে প্রো ভাইস চ্যান্সেলরকে, দাবি ছাত্রদের, বাংলাদেশের সংবাদপত্র ডেলি স্টার সূত্রে।
স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির:
এদিকে, স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।