Inflation In Bangladesh: অশান্ত বাংলাদেশে (Bangladesh Crisis) এবার চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি। একে একে বাড়ছে নিত্য় প্রয়োজনীয় জিনিসের দাম। পরিসংখ্যান বলছে, নভেম্বরে 11.38 শতাংশে পৌঁছেছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। প্রধানত খাদ্যের অগ্নিমূল্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার দেশের মুদ্রাস্ফীতির বিষয়ে এই তথ্য় দিয়েছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (BBS)।
এখন বাংলাদেশে কী পরিস্থিতি
সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, অক্টোবরে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ছিল 10.87 শতাংশে। নভেম্বরে খাদ্যের মুদ্রাস্ফীতি 13.80 শতাংশ বেড়েছে, যা এক মাস আগে ছিল 12.66 শতাংশ। নন ফুড আইটেমের মুদ্রাস্ফীতি অক্টোবরে 9.34 শতাংশ থেকে নভেম্বরে 9.39 শতাংশে বেড়েছে। অন্তত সেই কথাই বলছে তথ্য। 2023-24 অর্থবর্ষে (জুলাই 2023-জুন 2024) দেশের গড় মুদ্রাস্ফীতি 9.73 শতাংশে উন্নীত হয়েছে। যা সেই অর্থবর্ষের বাজেটের লক্ষ্যমাত্রা 7.5 শতাংশের চেয়ে অনেক বেশি। আগের 2022-23 অর্থবর্ষে সামগ্রিক মুদ্রাস্ফীতি ছিল 9.02 শতাংশ। এমনই জানিয়েছে সিনহুয়া সংবাদ সংস্থা৷
ভারত-বিদ্বেষী অবস্থান নিচ্ছে ঢাকা
বাংলাদেশের ইউনূস সরকারের ভারত-বিদ্বেষী অবস্থান দিনে দিনে স্পষ্ট হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতেই ঢাকায় পাকিস্তানের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন খালেদা জিয়া। যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন, বাংলাদেশ যেভাবে পাক-জঙ্গিদের আখড়া হয়ে উঠেছিল, সেই অধ্য়ায় কি আবার ফিরতে চলেছে ?
ইতিহাস কী বলছে
যে দেশের বর্বর অত্য়াচার থেকে মুক্তি পেতে, পৃথক বাংলাদেশের জন্ম হয়েছিল, তার নাম পাকিস্তান। আর যে দেশের সাহায্য় ছাড়া, স্বাধীন বাংলাদেশের জন্ম সম্ভব ছিল না, তার নাম ভারত। কিন্তু, আজকের বাংলাদেশের কট্টরপন্থীরা সেই ইতিহাস অবলীলায় ভুলেছে। প্রতিদিন ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে বাংলাদেশের মহম্মদ ইউনূস সরকার। আর এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে ঢাকায় পাকিস্তানের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি-র প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
পদ্মাপাড়ে মৌলবাদীরা হিন্দুদের মেরেধরে, তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে অকথ্য় অত্য়াচার চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। প্রায় ঘণ্টাখানেক এই বৈঠক চলে। যা দেখে অনেকে বলছেন, এই ছবিতেই স্পষ্ট, ভারত-বিদ্বেষের সুযোগ নিয়ে, বাংলাদেশে কলকাঠি নাড়তে শুরু করে দিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন : Bangladesh News: ঢাকায় পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক খালেদা জিয়ার, ফের কি ভারত-বিরোধী শক্তির আখড়া হয়ে উঠছে বাংলাদেশ ?
আরও দেখুন
+ There are no comments
Add yours