জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশে এবার নয়া পার্টির সূচনা। ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ করতে চলেছে। ছাত্রসংগঠনের নেতৃত্বে কারা আসবে এবং ঠিক কবে আত্মপ্রকাশ করবে তা এখনও পরিস্কার নয়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা যায়, এ মাসেই দল দুটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারে।
আরও পড়ুন, Daughter sentenced to death in Dubai: ‘বাবা, এটাই তোমাদের সঙ্গে শেষ কথা! আর দেখাও হবে না’, ফোনের ওপারে কান্নায় ভেঙে পড়লেন…
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার। আব্দুল কাদের বলেন, ‘আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, ছাত্রশিবির, বাম ছাত্র সংগঠনসহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসে যুক্ত হয়েছিলেন। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তাদের নিজস্ব সংগঠনে ফিরে গেছেন। এর বাইরে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এসেছিল, যারা কোনো সংগঠনের না। তাদের তো এখন কোনও যাওয়ার জায়গা নাই। সেই দিকটা বিবেচনা করেই আমরা একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাজন হয়নি বা এখানে অনুমতি নেওয়ার তেমন কিছু নেই।’
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদের-সহ বেশ কয়েকজন নতুন এই ছাত্র সংগঠন আসার বিষয়ে ফেসবুকে ইঙ্গিত দিয়ে পোস্ট দেন। তবে এই ছাত্রসংগঠনের কি নাম হতে চলেছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন, Bangladesh: বিদ্যুত্ পরিস্থিতি জটিল, বদলের বাংলাদেশে এবার ২৫-এর নীচে AC চালালেই লাইন কাটা হবে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)