রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: অশান্ত বাংলাদেশ। মুর্শিদাবাদের (Murshidabad Farmer Attack) রানিতলার নির্মল চরে ভারত বাংলাদেশ সীমান্তে আক্রান্ত ২ ভারতীয় কৃষক। মাঠে কাজ করার সময় বাংলাদেশের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।
আক্রান্ত ২ ভারতীয় কৃষক: বাংলাদেশজুড়ে চূড়ান্ত অরাজক পরিস্থিতির মধ্যেই এবার সামনে এল আরও চাঞ্চল্যকর অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তের রানীতলা থানার নির্মলচরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে ২ ভারতীয় কৃষককে বেধড়ক মারধর করে বাংলাদেশি দুষ্কৃতীরা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে BSF। কৃষকদের দাবি, এই এলাকায় সীমান্তে কোন কাঁটাতার নেই। ফলে ওপারের দুষকৃতীরা ভারতীয় ভূখণ্ডে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। এই ঘটনার পর বৃহস্পতিবার এলাকায় গিয়ে বিএসএফের সাথে কথা বলেন স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: SSC Hearing: অব্যাহত OMR জট, প্রশ্নবাণে বিদ্ধ SSC; আগামী বছর ফের শুনানি
আরও দেখুন