সন্ন্যাসীর মুক্তি চেয়ে পার্ক সার্কাস, বাঘাযতীনে বিক্ষোভ
![সন্ন্যাসীর মুক্তি চেয়ে পার্ক সার্কাস, বাঘাযতীনে বিক্ষোভ সন্ন্যাসীর মুক্তি চেয়ে পার্ক সার্কাস, বাঘাযতীনে বিক্ষোভ](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/30/b2dc67b6e54e1ea9c4c7e1598b822c2d1732979414152968_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
ABP Ananda Live: সন্ন্যাসীর মুক্তি চেয়ে পার্ক সার্কাস, বাঘাযতীনে বিক্ষোভ। নৈরাজ্যের বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসী। এপার বাংলায় দিকে দিকে বিক্ষোভ।
‘হাসপাতালে সমস্যার সম্মুখীন হলে সহযোগিতার হাত বাড়ানো হবে’। ‘ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে বিভিন্ন টেস্ট করানো হবে’। ‘ডায়মন্ডহারবারে প্রতি বছর ৫৮০ কোটি টাকার কাজ হয়েছে, কেন্দ্রের সহযোগিতা ছাড়া’। ‘আর জি করকাণ্ডের নিন্দা প্রথমদিন থেকে করেছি, যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনও অধিকার নেই’। ‘বাংলায় বিক্ষোভ-মিছিল চলাকালীন প্রতি ১০ মিনিটে ভারতে একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে’। ‘বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছে রাজ্য সরকার’। ‘ভ্যাকসিন দিয়ে করোনাকে হারিয়েছি, ধর্ষণের মতো ঘটনা চিরতরে সরাতে গেলে একমাত্র সমাধান অ্যান্টি রেপ বিল’। ‘বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়েছে, রাজ্যপাল সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, সেই বিল ২ মাস পড়ে আছে রাষ্ট্রপতির কাছে’।