NOW READING:
রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার ABT জঙ্গির শাদ রাডির ভাই ও তার বন্ধু
December 31, 2024

রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার ABT জঙ্গির শাদ রাডির ভাই ও তার বন্ধু

রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার ABT জঙ্গির শাদ রাডির ভাই ও তার বন্ধু
Listen to this article



<p>ABP Ananda Live:&nbsp; শাদ রাডির পর এবার জালে তার ভাই ও বন্ধু । ২ জনের বিরুদ্ধেই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রাজ্য পুলিশের STF-এর। বাংলাদেশ থেকে বাড়ছে অনুপ্রবেশ। নদিয়ায় সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। মোটা টাকায় অনুপ্রবেশকারীদের মা-বাবা সাজছে সিন্ডিকেট সদস্যরাই। জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! দিল্লি থেকে গ্রেফতার মালদার বাসিন্দা। ধৃতের কাছে মিলল ৯৫ হাজার টাকা। জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে, চক্রে আর কারা? তদন্তে পুলিশ।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;যে সন্দেশখালি একবছর আগেই শাসকদলের বিরুদ্ধে মহিলাদের নেতৃত্বে সরব হয়েছিল, সেই মহিলাদের উদ্দেশ্যেই তিনি বলেন, ‘কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কেউ ডাকল আর চলে গেলেন, সেটাও যাবেন না।’ এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিরোধীরা প্রশ্ন তোলেন, ‘অভিযোগ তো উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাহলে মুখ্য়মন্ত্রী তাঁদের নিয়ে কিছু না বলে, মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন কেন?’ আর ঠিক তার পরদিন , মঙ্গলবার সন্দেশখালি গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। বললেন, কে দুষ্টু লোক জানেন? উত্তরটাও দিয়েদিলেন তিনিই।&nbsp;</p>
<p>সোমবারই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করেন তিনি মঙ্গলবার।&nbsp; &nbsp;&nbsp;</p>



Source link