<p>ABP Ananda Live: ৩ বছর আগেই ভোটার তালিকায় নাম ওঠে ধৃত জঙ্গি মহম্মদ শাদ রাডি ওরফে সাব শেখের। ২০২১ সালের জানুয়ারি মাসে নওদার দুর্লভপুরের বুথে মহম্মদ সাব সেখের প্রথম ভোটার তালিকায় নাম ওঠে। কীভাবে কোন নথি জমা করা হয়েছিল, নওদা বিডিওর কাছে রিপোর্ট তলব জেলা প্রশাসনের।</p>
<p> </p>
<p>কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের অভিযান ঘিরে ধুন্ধুমার। প্রতীকী তালা নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তারদের একাধিক সংগঠনের। পুলিশ আটকালে ধস্তাধস্তি। CBI-এর উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে বলে দাবি ডাক্তারদের। এভাবে চললে CBI দফতরে তালা ঝুলিয়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন তাঁরা। (RG Kar Protests)</p>
<p>বুধবার দুপুরে সিজিও কমপ্লেক্স অভিযানে নামে ডাক্তারদের একাধিক সংগঠনের। সিজিও কমপ্লেক্সের ফটকে প্রতীকী তালাও ঝুলিয়ে দেওয়া হয়। সেই তালা পুলিশ খুলে দিলেই ধুন্ধুমার বাধে। ফের প্রতীকী তালা ঝুলিয়ে দেন ডাক্তারদের, যাতে লেখা ছিল, ‘CBI অভয়ার সঠিক বিচার দাও, নইলে তালা ঝুলিয়ে বাড়ি যাও’। কলকাতা পুলিশ এবং CBI ‘চোরে চোরে মাসতুতো ভাই’ বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। (Doctors Rally)</p>
<p>এদিনের সিজিও কমপ্লেক্স অভিযানে শামিল ছিল ডাক্তারদের একাধিক সংগঠন। পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন ডাক্তাররা। পুলিশ বাধা দিলে শুরু হয় ধুন্ধুমার। ডাক্তারদের অভিযোগ, CBI খুনিদের রক্ষা করছে, আর CBI-কে রক্ষা করছে কলকাতা পুলিশ। কেন খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন নিয়ে এসেছিলেন তাঁরা। কিন্তু পুলিশ ঢুকতে দিচ্ছে না।</p>
Source link
৩ বছর আগেই ভোটার তালিকায় নাম ধৃত জঙ্গির। কীভাবে, কোন নথির ভিত্তিতে অনুমোদন?
Read Time:2 Minute, 41 Second