<p>ABP Ananda Live: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের বাড়িতে কুণাল ঘোষ। একান্তে আলাপচারিতা রবীন্দ্র ঘোষ ও কুণাল ঘোষের। প্রথম তৃণমূল নেতা হিসেবে রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ কুণালের। আগামী ২ তারিখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর জামিন শুনানিতে অংশ নেওয়ার কথা রবীন্দ্র ঘোষের। চট্টগ্রাম আদালতে এই শুনানি হওয়ার কথা।</p>
<p> যে সন্দেশখালি একবছর আগেই শাসকদলের বিরুদ্ধে মহিলাদের নেতৃত্বে সরব হয়েছিল, সেই মহিলাদের উদ্দেশ্যেই তিনি বলেন, ‘কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কেউ ডাকল আর চলে গেলেন, সেটাও যাবেন না।’ এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিরোধীরা প্রশ্ন তোলেন, ‘অভিযোগ তো উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাহলে মুখ্য়মন্ত্রী তাঁদের নিয়ে কিছু না বলে, মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন কেন?’ আর ঠিক তার পরদিন , মঙ্গলবার সন্দেশখালি গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। বললেন, কে দুষ্টু লোক জানেন? উত্তরটাও দিয়েদিলেন তিনিই। </p>
<p>সোমবারই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করেন তিনি মঙ্গলবার। </p>
Source link
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের বাড়িতে কুণাল ঘোষ।
