Sheikh Hasina: হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের, হিন্দুদের উপর লাগাতার হামলার মধ্যেই পাল্টা চাপ বৃদ্ধির কৌশল? গণবিদ্রোহের চাপে গত ৫ই অগাস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। আগেই হাসিনাকে ফেরত চেয়ে হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ। এর আগেও বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে সেখানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছিল। তবে কাগজ-কলমে আনুষ্ঠানিক ভাবে কিছু চাওয়া হয়নি। এবার শোনা যাচ্ছে যে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হুসেন আনুষ্ঠানিক ভাবে ভারতের বিদেশ মন্ত্রককে শেখ হাসিনাকে বাংলাদেশে তথা ঢাকাতে ফেরত পাঠানোর কথা বলেছেন। এখন এটাই দেখার যে ভারত সরকার কী বিবৃতি দেয় বা কী পদক্ষেপ গ্রহণ করে বা কী প্রতিক্রিয়া আসে । গত ৫ অগস্ট থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে গণবিদ্রোহের সময় ভারতে আশ্রয় নেন তিনি। এখান থেকেই বেশ কয়েকবার বিবৃতি দিয়েছেন। এমনকি ফেসবুক লাইভে এসেও আওয়ামি লিগের সদস্যদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশে হওয়া হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করেছেন ইউনূস সরকারের বিরুদ্ধেও। সেই সম্পর্কে উষ্মা প্রকাশ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বলা হয়েছিল, এভাবে ভারতের মাটিতে বসে বাংলাদেশ সম্পর্কে তিনি মন্তব্য করতে পারেন না।