সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ওপার বাংলায় প্রায় রোজদিনই হিন্দু বিদ্বেষ চলছে। বঙ্গবন্ধুর বসত বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে ইউনূসের আমলে। ভুরিভুরি ভুয়ো আইডি সহ বাংলাদেশিরা এদেশে ধরা পড়ছেন। অবৈধভাবে এসেছে বিএসএফ জালে পাকড়াও হচ্ছেন। চলছে নিত্যদিন সীমান্তে কাঁটাতার নিয়ে ঝামেলা অশান্তি, হামলার ঘটনা। তারই মাঝে, ভারত বাংলাদেশের সম্পর্কের অস্থিরতার মধ্যেই বাংলাদেশ থেকে ভারতের পুত্রবধূ হয়ে এপারে এলেন সঞ্চিতা ঘোষ।
পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বান মহাপাত্র ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে মেডিকেল পড়তে যান ২০১৬ সালে । তারপর ২০১৮ থেকে ওখানকার সহপাঠী মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে সম্পর্ক হয় তাঁর । সেই সম্পর্কের খাতিরে যুবক প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তাই এই অস্থির পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাগুরাতে গিয়ে সঞ্চিতাকে বিয়ে করেন তিনি। আজ পেট্রাপোল সীমান্ত দিয়ে টোপর মাথায় দিয়ে নব দম্পতি ভারতে প্রবেশ করেন । বিয়ে করে ভারতে প্রবেশ করে নববধূ খুব খুশি। কিন্তু এই অস্থিরতার জন্য পরিবারের অন্য সদস্যরা আসতে না পারায় সঞ্চিতার মন একটু ভারাক্রান্ত। তবে আগামী দিনের সমস্ত সমস্যা মিটে গিয়ে দুই বাংলার মেলবন্ধন আগের মতই বজায় থাকুক এই চাহিদা রয়েছে নব দম্পতির।
আরও পড়ুন, কে নিয়ে এসেছিল দেশি পিস্তল ? মুখ খুললেন চণ্ডীতলা থানার আইসি,’বান্ধবীর সঙ্গে বচসার পর..’ !
আরও দেখুন