কলকাতা: বাংলাদেশ ইস্যুতে সীমান্তে কড়া নজর BSF-র। অনুপ্রবেশ ঠেকাতে এবার নতুন কৌশল নিল সীমান্ত রক্ষী বাহিনী। কাঁটাতারের বেড়ায় লাগানো হল কাচের বোতল। ।কোচবিহারের মেখলিগঞ্জে কাঁটাতারে লাগানো হল কাচের বোতল ফুলকাডা বুড়ি ভারত বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগেই লাগানো হয় কাঁটাতার। BSF-এর সাহায্যে সেখানে কাচের বোতল লাগালেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীরা ওই তার কেটে নিলে সশব্দে ভাঙবে কাচের বোতল। তাতে সতর্ক হবে BSF, দাবি স্থানীয়দের।
আরও পড়ুন, স্যালাইনকাণ্ডে ভেন্টিলেশনে ২ প্রসূতি ! শারীরিক অবস্থা সঙ্কটজনক, আজই আসবে CT স্ক্যানের রিপোর্ট..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন