# Tags
#Blog

Bangladesh | Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণের জামিন নিয়ে ইউনূস সরকারকে কড়া প্রশ্ন হাইকোর্টের, ২ সপ্তাহের মধ্যে জবাব তলব

Bangladesh | Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণের জামিন নিয়ে ইউনূস সরকারকে কড়া প্রশ্ন হাইকোর্টের, ২ সপ্তাহের মধ্যে জবাব তলব
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নিয়ে বড় পদক্ষেপ করল বাংলাদেশ হাইকোর্ট। চিন্ময়কৃষ্ণ দাসের একের পর এক জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ হাইকোর্টে ওঠে ওই মামলা। ওই শুনানিতে সরকারকে প্রশ্ন করা হয়, কেন চিন্ময়কৃষ্ণকে দেশদ্রোহের মামলায় জামিন দেওয়া হবে না তার জবাব দিন। আগামী ২ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মহমম্দ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার ওই রুল জারি করেন।

আরও পড়ুন-মহাকুম্ভে ফের দুর্ঘটনা, এবার হট এয়ার বেলুন ফেটে ঝলসে গেলেন বহু পুণ্যার্থী

এনিয়ে চিন্ময়কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, ওই মামলায় আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষকে ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণের জামিন মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত ২ জানুয়ারি জামিনে আবেদন খারিজ করে।  এ নিয়ে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে গত ১২ জানুয়ারি আবেদনটি করেন চিন্ময়। ওই আবেদনের ভিত্তিতে আজ ওই রুল জারি করে হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর চিন্ময় কৃষ্ণের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়।এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Shah Rukh Khan | Aryan Khan: টেকের পর টেক! শাহরুখের অভিনয়ে অসন্তুষ্ট ‘পরিচালক’ আরিয়ান, বিরক্তি চরমে পৌঁছতেই…

Shah Rukh Khan | Aryan Khan: টেকের

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal