NOW READING:
Bangladesh Quota Movement: কোটা আন্দোলনে রক্তাক্ত বাংলাদেশে বলি ২১৬, এবার নিষিদ্ধ সোশ্যাল মিডিয়াও…
August 3, 2024

Bangladesh Quota Movement: কোটা আন্দোলনে রক্তাক্ত বাংলাদেশে বলি ২১৬, এবার নিষিদ্ধ সোশ্যাল মিডিয়াও…

Bangladesh Quota Movement: কোটা আন্দোলনে রক্তাক্ত বাংলাদেশে বলি ২১৬, এবার নিষিদ্ধ সোশ্যাল মিডিয়াও…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্রমৃত্যু ও অনৈতিক গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ (Bangladesh Quota Movement)। শুধু সাধারণ মানুষই নন, বাংলাদেশে প্রতিবাদে নেমেছেন তারকারাও। এবার বাংলাদেশে হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করল হাসিনা সরকার৷ শুক্রবার থেকে সারা বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলিতে অ্যাক্সেস সীমাবদ্ধ করা হয়েছে, এমনটাই খবর। 

আরও পড়ুন- Bangladesh Quota Movement: কোটা আন্দোলন চেনাচ্ছে শিল্পীদের, এবাংলা-ওবাংলার তফাত শুধু শিরদাঁড়ায়!

জানা যায় যে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে, তার জেরেই নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটিক, ইউটিউবকে৷ শোনা যাচ্ছে, এই মাধ্যমগুলোকে কেন্দ্র করে অশান্তি আরও বাড়তে পারে, ক্ষোভের আগুন আরও ছড়াতে পারে সেই আশঙ্কা থেকেই হাসিনা সরকার এমন কঠোর সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে৷ 

বাংলাদেশের সরকারের এহেন পদক্ষেপের পরেই প্রশ্ন উঠছে তাহলে বাংলাদেশ কি এবার তুরস্কের পথে হাঁটছে? কারণ সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলি নিষিদ্ধ করার এই একই ধরণের সিদ্ধান্ত তুরস্কও নিয়েছিল যার ঠিক পরপরই বাংলাদেশকেও একই ধরণের সিদ্ধান্ত নিতে দেখা যায়৷ তবে বাংলাদেশে মেটার সমস্ত প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করার ঘোষণা এই প্রথমবার নয়, আগেও ঘটেছে৷ এদিকে বাংলাদেশে ২৮ জুলাই পর্যন্ত ফোনে ইন্টারনেট পরিষবাও বন্ধ করা হয়েছিল৷ তবে বর্তমানে ১ লা অগাস্ট থেকে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়েছে৷ তবে নিষিদ্ধ করা হচ্ছে একাধিক অ্যাপ। 

আরও পড়ুন- Hero Alom on Bangladesh Quota Movement: ‘ছাত্র খুন করে রাজনীতি, মেনে নেওয়া যায় না’, বিক্ষোভ মিছিলে হিরো আলম…

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া হিংসায় আহত আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। মো. ইমন (১৭) নামের এই কিশোর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত সংঘর্ষ-সংঘাতের ঘটনায় নিহত হয়েছেন ২১৩ জন। ইমনের মৃত্যুর পর ১৬-২১ জুলাই পর্যন্ত সংঘাতে ২১৪ জনের মৃত্যু হল। আর গতকাল শুক্রবার আন্দোলন ঘিরে আরও দুজন নিহত হয়েছেন। এ নিয়ে মোট মৃত্যু হল ২১৬ জনের।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link