# Tags
#Blog

Imam Bhata | Bangladesh: এপারের পথেই ওপার, মুখে তড়পালেও মমতা মডেলেই বদলের বাংলাদেশ

Imam Bhata | Bangladesh: এপারের পথেই ওপার, মুখে তড়পালেও মমতা মডেলেই বদলের বাংলাদেশ
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গে মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়ে যায়। এবার সেই পথেই মহম্মদ ইউনূসের বাংলাদেশ। এবার বদলের বাংলাদেশে চালু হচ্ছে ইমাম, মুয়াজ্জিন, খাদিম ভাতা। একই সুবিধে পাবেন মন্দিরের পুরোহিতরাও।

আরও পড়ুন-হি হি করে কাঁপছে বাংলা! পাহাড়ে ২.৮, পুরুলিয়ায় ৭! বিদায়লগ্নেও চালিয়ে ব্যাট করছে মাঘের শীত…

দেশের ৩ লাখ মসজিদের ১৭ লাখ ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। প্রাথমিকভাবে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৪ হাজার এবং খাদেম ৩ হাজার টাকা করে পারেন। শুরুতে দেশের মোট মসজিদের ১০ শতাংশ মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে। পরে বাকি মসজিদগুলিও ওই সুবিধে পাবে।

ভাতা দেওয়ার জন্য গোটা দেশের মসজিদগুলির তালিকা তৈরি করছে ইসলামিক ফাউন্ডেশন। এর জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মসজিদ পরিচালন ব্যবস্থা আধুনিক করা এবং ২০২৪ সালের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তার আওতায় সরকার থেকে ভাতা প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে।

কমিটির প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন সংবাদমাধ্যমে বলেন, দেশে অন্তত সাড়ে ৩ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদিম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০ শতাংশ মসজিদের ইমাম ও মুয়াজ্জিমদের এই কর্মসূচির আওতায় আনবে। এই প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদকে ১২ হাজার টাকা দেওয়া হবে।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সূত্রে খবর, ইমাম-মুজাজ্জিনদের পাশাপাশি মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আনা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal