NOW READING:
Sheikh Hasina: বিপাকে মুজিব কন্যা! হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারি করছে ইউনূস সরকার
November 10, 2024

Sheikh Hasina: বিপাকে মুজিব কন্যা! হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারি করছে ইউনূস সরকার

Sheikh Hasina: বিপাকে মুজিব কন্যা! হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারি করছে ইউনূস সরকার
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাঁকে দেশে ফেরাতে চাপ বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। ইতিমধ্য়েই তার নামে ২৩৩টি মামলা রুজু হয়েছে দেশজুড়ে। পরিস্থিতির চাপে পড়ে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে ঢাকা। তার পরেও ভারত থেকে হাসিনাকে দেশে ফেরাতে ব্যর্থ ইউনূস সরকার। এবার হাসিনাকে দেশে ফেরাতে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারির কথা ভাবছে সরকার। জানিয়েছেন বাংলাদেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুল।

আরও পড়ুন-প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভল্যান্টিয়ারের বাড়ি, ছিন্নভিন্ন প্রতিবেশী যুবকের দেহ

রবিবার সকালে পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। সাংবাদিকের প্রশ্নে আসিফ নজরুল বলেন, খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে। জুলাই-অগস্ট মাসে গণহত্যা চালিয়ে যারা ফেরার তাদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করতে যাচ্ছি। এটি খুব দ্রুত হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, আমরা তাঁদের গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করব।

ইন্টারপোলের নোটিস জারি করার অর্থ ইন্টারপোলের যেসব দেশ সদস্য তারা অভিযুক্ত ব্যক্তিকে ধরতে তল্লাশি চালাবে এবং ধরে এনে তার দেশের হাতে তুলে দেয়। রেড কর্নার নোটিসের অর্থ কাউকে গ্রেফতার করার অনুরোধ। শেখ হাসিনার বিরুদ্ধে ১৯৮টি খুনের মামলা রয়েছে। ইতিমধ্যেই হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা ফ্যাসিস্টচক্র বিশ্ব জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য ও আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে করেছে। খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)





Source link