নয়াদিল্লি: বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। হাসিনা দেশ ছাড়ার পর, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে যাবে কিনা, এনিয়ে ছিল জল্পনা তুঙ্গে। ‘আমার সোনার বাংলা’, গানটি পরিবর্তনের দাবি তুলেছিল মৌলবাদীরা। মূলত বাংলা যোগসূত্র পেলেই ক্রমশ বাড়ছিল অশান্তির বহর। তারই মাঝেই হিন্দু সন্ন্যাসীর গ্রেফতার ও সংখ্যালঘুদের উপর ভয়াবহ অত্যাচারে এই মুহূর্তে উত্তপ্ত বাংলাদেশ। আর তারই মাঝে এবার এল খবর, বাংলাদেশে এবার বাতিল হবে ‘জয় বাংলা’ স্লোগান !
বাংলাদেশে এবার বাতিল হবে ‘জয় বাংলা’ স্লোগান !
২০২০ সালে জয় বাংলাকে, বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদের বেঞ্চ। ২০২২ সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে সিলমোহর দিয়েছিল তৎকালীন শেখ হাসিনার মন্ত্রীসভা। এদিকে এর মাঝে জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। পুজোর আগেই আন্দোলনকারীদের চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ভারত বন্ধু বলে পরিচিত শেখ হাসিনা। আর এবার হাইকোর্টের সেই রায়েই স্থগিতাদেশ চাইল ইউনূসের সরকার। আগীম রবিবার বাংলাদেশে সুপ্রিম কোর্টে, এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
শেখ হাসিনা
বলার অপেক্ষা রাখে না, শেখ হাসিনার দেশ ছাড়া, ভারতের জন্য কতটা চিন্তার ! কারণ বাংলাদেশের উপর যদি চিনের প্রভাব আরও দৃঢ় হয়, তা ভারতের জন্য আরও উদ্বেগের। হাসিনা দেশ ছাড়ার ঠিক তিন দিনের মাথায় অন্তবর্তী সরকার গঠিত হল সে দেশে। শপথ নেন নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস। এখানেই শেষ নয়, হাসিনা দেশ ছাড়ার পরপরই জেল থেকে মুক্তি পান বিএনপি নেত্রী খালেদা জিয়া। এসব কিছু মাঝেই উদ্বেগের আগুনে পড়ল ঘি। চট্টগ্রামে গ্রেফতার হলেন ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এরপরেই খুব দ্রুত পরিস্থিতি ঘোরাল হচ্ছে বাংলাদেশে।
হিন্দুদের উপর ভয়াবহ অত্যাচার
হিন্দুদের উপর ভয়াবহ অত্যাচার শুরু হয়েছে। শুরুটা হিন্দু সন্ন্য়াসী দিয়ে হলেও, এখন অত্যাচারের মুখে সাংবাদিক, পর্যটক থেকে সাধারণ মানুষ। হিন্দু হলেই হামলা নেমে আসছে বাংলাদেশে। অভিযোগ, পুলিশের কাছে গিয়েও লাভ হচ্ছে না। এই পরিস্থিতিতে, সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি আছে চট্টগ্রামের আদালতে।
আরও পড়ুন, সন্ন্যাসীর হয়ে কোর্টে সওয়াল, এবার বাংলাদেশে আক্রান্ত চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন