NOW READING:
Bangladesh | Hilsha: এবার আর পাতে পড়বে না পদ্মার ইলিশ! পদ্মা-মেঘনায় বন্ধ মাছ ধরা…
March 1, 2025

Bangladesh | Hilsha: এবার আর পাতে পড়বে না পদ্মার ইলিশ! পদ্মা-মেঘনায় বন্ধ মাছ ধরা…

Bangladesh | Hilsha: এবার আর পাতে পড়বে না পদ্মার ইলিশ! পদ্মা-মেঘনায় বন্ধ মাছ ধরা…
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে ইলিশ রক্ষায় পদ্মা ও মেঘনায় দুই মাস (মার্চ ও এপ্রিল) মাছ ধরা বন্ধ থাকবে। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম উপলক্ষ্যে বাংলাদেশের জেলেদের জন্য এই দুই মাস ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হবে। এ সময় (আগামী ৩০ এপ্রিল পর্যন্ত) মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাল-সহ যেকোনও সরঞ্জাম দিয়ে জাটকা এবং সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।

বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী, এ সময় কোনও মাছ ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত সর্ম্পূণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করে কেউ মাছ ধরলে তার বিরুদ্ধে বাংলাদেশের মৎস্য আইনে দুই বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।এদিকে বাংলাদেশের মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার কাটাখালি, হাইমচর, চরভৈরবী ও মেঘনা নদীর পশ্চিমে ভাসমান মৎস্য আড়ত এবং জেলে পাড়ায় মাইকিং করে জেলেদের জাটকাসহ সকল ধরনের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

সরেজমিনে সদর উপজেলার আনন্দ বাজার, শহরের টিলাবাড়ি, বড় স্টেশন মোলহেড, পুরান বাজার রনাগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিণা ও আখনের হাট জেলে পল্লী ঘুরে দেখা গেছে অধিকাংশ জেলে তাদের মাছ ধরার নৌকা ডাঙ্গায় উঠিয়ে রেখেছে। আবার অনেকে তাদের জালগুলো মেরামতের কাজ করছে। নিষিদ্ধ সময়ে বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় সরকারিভাবে নিবন্ধিত প্রায় ৪৩ হাজার জেলে সব ধরনের মাছ আহরণ থেকে বিরত থাকবে।

বাংলাদেশের চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, জাটকা সংরক্ষণে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স দায়িত্ব পালন করবে। জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য ইতোমধ্যে খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দকৃত চাল এসেছে। এসব জেলেদের জন্য ৪০ কেজি করে (ভিজিএফ) চাল ৪ মাস বিতরণ করা হয়।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

বাংলাদেশের চাঁদপুর জেলার নৌপুলিস সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জি ২৪ ঘন্টাকে টেলিফোনে বলেন, বাংলাদেশে জাটকা সংরক্ষণ চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় নৌ-পুলিসের প্রতিটি ইউনিট দিন ও রাতে কাজ করবে। কোনো জেলে আইন অমান্য করে জাটকা নিধন করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে আমরা জেলেদের সঙ্গে কথা বলে সতর্ক করে দিয়েছি।

আরও পড়ুন, Billion Tons Precious Metal: বিজ্ঞানীরা খুঁজে পেলেন বিলিয়ন টন ‘গুপ্তধন’! সবাই হবে ধনী! ঘুচে যাবে গরিবি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link