NOW READING:
কড়া নজর এড়াল না, অশান্তির মাঝেই বাংলাদেশ থেকে কোচবিহার হয়ে যাওয়ার পথেই পর্দাফাঁস
December 15, 2024

কড়া নজর এড়াল না, অশান্তির মাঝেই বাংলাদেশ থেকে কোচবিহার হয়ে যাওয়ার পথেই পর্দাফাঁস

কড়া নজর এড়াল না, অশান্তির মাঝেই বাংলাদেশ থেকে কোচবিহার হয়ে যাওয়ার পথেই পর্দাফাঁস
Listen to this article



<p><strong>&nbsp;সনৎ ঝা, দার্জিলিং:</strong> বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা নিয়ে কোচবিহার হয়ে বিহার যাওয়ার সময় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়লেন দুই ব্যাক্তি।</p>
<p>সোনার ওজন দেড় কেজিরও বেশী এবং যার বাজার মূল্য ১ কোটি ১৮ লক্ষ টাকা। ধৃত দুজনের নাম জেটমোহন বসাক এবং মহেশ চৌধুরী। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।</p>
<p>আরও পড়ুন, <a title="দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী, রেজিস্ট্রি পেপারে সই শুভেন্দুর" href="https://bengali.abplive.com/district/bjp-leader-koustav-bagchi-completed-registry-with-his-girl-friend-priti-kar-and-suvendu-adhikari-signed-the-registry-paper-1110575" target="_self">দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ বাগচী, রেজিস্ট্রি পেপারে সই শুভেন্দুর</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1734284040781000&amp;usg=AOvVaw2crxvExz0p9CUBebw0k1Ih">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>
<div class="adL">&nbsp;</div>



Source link