Sheikh Hasina: দেশ ছাড়ার পর প্রথম সাজা ঘোষণা শেখ হাসিনার। ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের। আদালত অবমাননার দায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কারাদণ্ডের নির্দেশ। হাসিনার সঙ্গে আওয়ামী লিগ নেতা শাকিল আলম বুলবুলেরও কারাদণ্ডের নির্দেশ। জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় অবমাননার মামলা দায়ের হয় হাসিনা ও বুলবুলের বিরুদ্ধে। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ এই রায় জারি করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) বুধবার আদালত অবমাননার মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। জানা গিয়েছে, এই ট্রাইব্যুনাল একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে। প্রায় এক বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে কোনও মামলায় সাজা দেওয়া হল।
চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের জুন মাসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলিরা গত বছরের গণ-বিক্ষোভের সময় হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে সামনে আনেন। আইসিটির প্রধান আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেন যে, শেখ হাসিনা তখন বাংলাদেশ জুড়ে ওঠে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের উপর “পদ্ধতিগত আক্রমণ” পরিচালনা করেছিলেন।