জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বন্যার আশঙ্কা পদ্মাপারে। আবার কাঠগড়ায় সেই ভারতই! বাংলাদেশের দাবি, বিহার ও ঝাড়খণ্ডের বন্য়ার কারণে ফারাক্কা বাঁধের ১০৯ গেট খুলে দিয়েছে পড়শি দেশ। কবে? আজ, সোমবার। ফলে বাংলাদেশে ১ দিনেই ১১ লাখ কিউসেক জল ঢুকবে।
আরও পড়ুন: Bangladesh: সম্ভাব্য হাসিনা-যোগ? ভারতে কর্মরত ২ কূটনীতিককে বরখাস্ত বাংলাদেশের!
বেনজির বন্য়ায় এখন বানভাসি বাংলাদেশ। পরিস্থিতি এখনও সামাল দেওয়া যায়নি। ফের নতুন করে কি প্লাবিত হবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জের মতো জেলাগুলি? চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে দেখলাম ফরাক্কা বাঁধের মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এ অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে’।
বাংলাদেশের নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেন, ‘ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে’।
পরিস্থিতি সর্বক্ষণ নজর রাখছে ফরাক্কা বাঁধ কর্তৃপক্ষ। জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ‘খুব অল্প সময়ে যেভাবে জলের চাপ বেড়ে গিয়েছে, তাতে সবকটি গেট খুলে দিলে বাঁধের উপর চাপ পড়ত। বড় ক্ষতি হতে পারত’। তিনি জানান, ‘আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক জল ছাড়া হয়েছে। প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে জলে চাপ বেড়েছে। তবে স্বস্তির কথা, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি’।
আজ, সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ লাখেরও বেশি মানুষ। গতকালস রবিবার মৃতের সংখ্যা ছিল ২০, আর ক্ষতিগ্রস্ত ৫২ লাখ।
আরও পড়ুন: Bangladesh: আনসার-ছাত্র সংঘর্ষে উত্তাল ঢাকা সচিবালয়, আহত ৪০ জন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)