এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ
Muhammed Yunus : এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস। ঢাকায় (Bangladesh News) বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান।সকাল থেকে মহম্মদ ইউনূসের বাড়ির সামনে চলছে বিক্ষোভ। চিকিৎসা পরিষেবা পেতে ও পুনর্বাসনের দাবিতে শুরু হয়েছে এই বিক্ষোভ। পুলিশের ব্যারিকেড ভেঙে মহম্মদ ইউনূসের বাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ চলছে।
কী কারণে এই বিভোক্ষ ?
জুলাই-অগাস্ট মাসে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। একশোর বেশি মানুষের মৃত্যু ও ১০০০ জনের বেশি আহতের পর প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়েন হাসিনা। ৫ অগাস্ট ভারতে পালিয়ে আসেন তিনি। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে এই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, ‘জীবনের কোনও মূল্য নেই, কারও চোখে, কারও হাতে গুলি লেগেছে, কারও দেহের অঙ্গ বাদ দিতে হয়েছে’
‘এই সরকার পুনর্বাসন, উন্নতমানের চিকিৎসা পরিষেবা, নায়কের মর্যাদা না দিলে এই সরকার থাকবে না।’
আগে ট্রাম্প সরকার দিয়েছে ধাক্কা
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই বড় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই আমেরিকার ডোনার এজেন্সি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বাংলাদেশে তার অর্থ সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যার কয়েকদিনের মধ্যে সুইস সরকারও বাংলাদেশে আর্থিক সাহায্য় বন্ধ করছে। এর থেকে বোঝা যায়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ বাংলাদেশে তাদের দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে। এই সিদ্ধান্তটি আরও দুটি দেশ আলবেনিয়া ও জাম্বিয়াকেও প্রভাবিত করবে।
ট্রাম্প নিয়েছেন এই সিদ্ধান্ত
ভারত-বাংলাদেশ চাপানউতোরের মধ্যেই এর আগে ঢাকার ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা। বাংলাদেশে সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করেছে ট্রাম্প সরকার। বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। স্বাভাবিকভাবেই এর ফলে আরও বিপাকে ইউনূস সরকার।
কোন কোন খাতে সাহায্য বন্ধ
বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থসাহায্য করে আমেরিকা। পাশাপাশি রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার জন্য টাকা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার থেকে সেই সুবিধা আর পাবেন না মহম্মদ ইউনূসের সরকার।
ট্রাম্প সরকার আসতেই চাপে ঢাকা
অতীতে বাইডেনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের জন্য কথা বলেছিল মহম্মদ ইউনূসের সরকার। মনে করা হচ্ছিল, মার্কিন নির্বাচনে জিতেই বাংলাদেশ সফরে আসবেন আমেরিকার প্রাক্তন প্রেডিডেন্ট জো বাইডেন। যদিও নির্বাচনে উল্টে ফল হতেই আশঙ্কা বাড়ছিল বাংলাদেশে। কারণ, মার্কিন নির্বাচনের প্রচারে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। এবার ক্ষমতায় এসেই বাংলাদেশে সব ধরনের আর্থিক সাহায্য় বন্ধ করেছেন তিনি।
Donald Trump : বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ আমেরিকার, আরও বিপাকে ইউনূস সরকার
আরও দেখুন