বাংলাদেশের জন্য দ্বিগুণ ধাক্কা ! আমেরিকার পর সাহায্য বন্ধ করল সুইজারল্যান্ড 

Estimated read time 1 min read
Listen to this article


 

Mohammed Yunus: আমেরিকার (US) ধাক্কা সামলানোর আগেই ফের বড় ‘ঝটকা’ খেল বাংলাদেশ (Bangladesh Crisis)। এবার বাংলাদেশে অর্থনৈতিক সাহায্য় বন্ধ করে দিল সুইজারল্যান্ড ( Switzerland) সরকার। 

আগে ট্রাম্প সরকার দিয়েছে ধাক্কা
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই বড় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই আমেরিকার ডোনার এজেন্সি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বাংলাদেশে তার অর্থ সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যার কয়েকদিনের মধ্যে সুইস সরকারও বাংলাদেশে আর্থিক সাহায্য় বন্ধ করছে। এর থেকে বোঝা যায়, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ বাংলাদেশে তাদের দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে। এই সিদ্ধান্তটি আরও দুটি দেশ আলবেনিয়া ও জাম্বিয়াকেও প্রভাবিত করবে।

কেন এমন সিদ্ধান্ত নিল সুইজারল্যান্ড?
swissinfo.ch-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে সুইস পার্লামেন্ট বৈদেশিক সাহায্যের জন্য কম অর্থ বরাদ্দ করার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট বলছে, সুইস সংসদ ২০২৫ সালে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে CHF110 মিলিয়ন ($121 মিলিয়ন) ডলার কমিয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনায় CHF 321 মিলিয়ন ডলার কমানোর সিদ্ধান্ত হয়েছে। সুইজারল্যান্ডের এক্সিকিউটিভ এজেন্সি ফেডারেল কাউন্সিলকে বুধবার আন্তর্জাতিক সাহায্য হ্রাস সম্পর্কে অবহিত করেছে সংসদ।

ট্রাম্প নিয়েছেন এই সিদ্ধান্ত
 ভারত-বাংলাদেশ চাপানউতোরের মধ্যেই এর আগে ঢাকার ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা। বাংলাদেশে সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করেছে ট্রাম্প সরকার। বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। স্বাভাবিকভাবেই এর ফলে আরও বিপাকে ইউনূস সরকার।

কোন কোন খাতে সাহায্য বন্ধ
বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থসাহায্য করে আমেরিকা। পাশাপাশি রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার জন্য টাকা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার থেকে সেই সুবিধা আর পাবেন না মহম্মদ ইউনূসের সরকার। 

ট্রাম্প সরকার আসতেই চাপে ঢাকা
অতীতে বাইডেনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের জন্য কথা বলেছিল মহম্মদ ইউনূসের সরকার। মনে করা হচ্ছিল, মার্কিন নির্বাচনে জিতেই বাংলাদেশ সফরে আসবেন আমেরিকার প্রাক্তন প্রেডিডেন্ট জো বাইডেন। যদিও নির্বাচনে উল্টে ফল হতেই আশঙ্কা বাড়ছিল বাংলাদেশে। কারণ, মার্কিন নির্বাচনের প্রচারে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। এবার ক্ষমতায় এসেই বাংলাদেশে সব ধরনের আর্থিক সাহায্য় বন্ধ করেছেন তিনি।

Donald Trump: আয়কর দিতে হবে না আমেরিকানদের, অন্য দেশে আরও শুক্ল চাপাবেন ট্রাম্প, বড় মন্তব্য ডোনাল্ডের

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours