জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের সুযোগ পাননি। বদলে বাংলাদেশে শিবপুজো করে রীতিমতো হইচই ফেলে দিলেন ক্রিকেটার লিটন দাস। তাঁর ভক্তিতে নেট দুনিয়ায় প্রশংসা বন্য়া।
আরও পড়ুন: Rachin Ravindra | Champions Trophy 2025: রক্তধারায় ভেসে মাঠ ছেড়েছিলেন! ফিরে অবিশ্বাস্য বিশ্বরেকর্ডে ইতিহাস রাচিনের…
এর আগে বাংলাদেশে যখন হিংসা ছড়িয়ে পড়েছিল, তখন লিটনের বাড়িতেও ভাঙচুরে খবর ছড়িয়েছিল। পরে অবশ্য ফেসবুক পোস্ট দিয়ে সেই দাবি নস্যাত্ করে দেন তিনি নিজেই। দেশজুড়ে হিংসার নিন্দা করে, মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বদলের বাংলাদেশে এবার শিবরাত্রি পালন করলেন সেই লিটনই। ধর্মে হিন্দু। শিবরাত্রি উপলক্ষ্যে স্থানীয় একটি শিবমন্দিরে গিয়ে প্রার্থনা করতে দেখা গেল তাঁকে।
শিবপুজোর সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে লিটন। যা দেখে আপ্পুলত বহু মানুষ। তালিকায় দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোম্ভুত ক্রিকেটার কেশব মহারাজও। পোস্টে ‘হাতডোড় করে নমস্কারে’র ইমোজি দিয়েছেন তিনি।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিটকে গিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে মহম্মদ রিজওয়ানরা। বস্তুত নিউজিল্যান্ডে কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টাইগাররাও। বাংলাদেশের হয়ে ৪৮ টেস্ট খেলেছেন লিটন দাস। রান করেছেন ২৭৮৮। জাতীয় দলের হয়ে ৯৪ ওয়ান ডে তাঁর সংগ্রহ ২৫৬৯ রান।
আরও পড়ুন: AUS Vs SA | Champions Trophy 2025: ধুয়ে গেল অজি-প্রোটিয়া দ্বৈরথ! জমে দই চ্যাম্পিয়ন্স ট্রফি, কারা পেল বাড়তি অক্সিজেন?
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)