জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) স্পিন বোলিং কোচ এবং প্রাক্তন পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ (Mushtaq Ahmed), তাঁর দুই প্রাক্তন সতীর্থ-ওয়াসিম আক্রম (Wasim Akram) ও ওয়াকার ইউনিসের (Waqar Younis) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন! আহমেদ দুই প্রাক্তন পাক পেসারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন এবং বলেছেন যে, তিনি ৩৫ কোটি টাকার মানহানির মামলাও করবেন! আহমেদ জানিয়েছেন যে, তাঁর আইনি দল শীঘ্রই এই দু’জনকে আনুষ্ঠানিক ভাবে নোটিস পাঠাবে।
আরও পড়ুন: রক্তধারায় ভেসে মাঠ ছেড়েছিলেন! ফিরে অবিশ্বাস্য বিশ্বরেকর্ডে ইতিহাস রাচিনের…
স্পোর্টস সেন্ট্রাল নামের এক ইউটিউব স্পোর্টস চ্যানেলে, আহমেদ সরাসরি আক্রম-ওয়াকারকে সম্বোধন করে, তাঁর উদ্বেগ প্রকাশ করে একটি ভিডিয়ো বার্তা রেকর্ড করেছেন। যেখানে তিনি বলেছেন, যে তিনি সমালোচনা মুক্ত মনেই গ্রহণ করেন, কিন্তু আক্রম-ওয়াকাররা সমালোচনার নামে হয়রানি করেছেন। আহমেদ জানিয়েছেন যে, ওয়াকারের থেকে তাঁর ২০ কোটি টাকার দাবি এবং আক্রমের থেকে ১৫ কোটি টাকা চাইছেন তিনি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
তবে বিষয়টি একেবারেই মজার ছলে ব্যঙ্গাত্মক ভাবেই হয়েছে। ওয়াকার জানিয়েছেন যে, এই পরিস্থিতি এই অনুষ্ঠানের বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দেবে। হালকা মজা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই তুলে ধরেছে। ওয়াকার যদিও আহেমেদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে ওয়াসিম বলছেন যে, তিনি আদালতেই বুঝে নেবেন প্রাক্তন সতীর্থকে। আহমেদ পাকিস্তানের হয়ে ওয়াসিম-ওয়াকারদের সঙ্গে খেলার সময়ও ফিরে দেখেছেন। সঙ্গে এও জানিয়েছেন যে, তিনি আক্রম-ওয়াকারকে তিনি খুবই ভালোবাসেন। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ে থেকে ছিটকে গিয়েছে।
আরও পড়ুন: ISIS আতঙ্কে কাঁপছে চ্যাম্পিয়ন্স ট্রফি! অপহৃতদের তালিকা তৈরি, ভয়ংকর ফাঁদে রোহিতরাও?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)