<p>ABP Ananda Live: সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি, BSF-কে বাধা! ফের কোচবিহার সীমান্তে কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের! মেখলিগঞ্জে BGB-র বাধার মুখে BSF। কাঁটাতার লাগাতে BSF ও গ্রামবাসীদের বাধা BGB-র।</p>
<p> </p>
<p><strong>মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পূণ্যস্নানে গিয়ে কী অভিজ্ঞতা বাংলা সিনেমার প্রযোজকের?</strong></p>
<p>সকাল থেকেই বদলে গিয়েছে মহাকুম্ভের ছবিটা। পূণ্যস্নান, জয়দধ্বনির বদলে শুধুই কান্না, চোখের জল আর হাহাকার। গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড পড়ে। এই ঘটনায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু বয় অন্তত ১০ জনের। শতাধিক পুণ্যার্থী গুরুতর আহত। রাত থেকে সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থলে ঢুকছে একের পর এক অ্যাম্বুল্যান্স। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ভিড় সামলাতে বাতিল কুম্ভ স্পেশাল ট্রেন। দুর্ঘটনার পর উদ্ধারে নামা আধাসেনার সঙ্গে যোগ দিয়েছে NSG কমান্ডোরা। তবে আজকের কুম্ভের পরিস্থিতিটা ঠিক কেমন? প্রয়াগরাজ থেকেই সেই খবর দিলেন প্রযোজক রানা ভট্টাচার্য্য। </p>
Source link
কাঁটাতার লাগাতে ফের বাধা BGB-র I মেখলিগঞ্জ সীমান্তে উসকানি বাংলাদেশের
