NOW READING:
Bangladesh Flight diverted for India Pakistan War: ‘আপন’ পাকিস্তান এখন বিষ, ‘পর’ ভারত এখন দেবদূত! ইউনূসের বাংলাদেশের কিসসা বিমান কা…
May 7, 2025

Bangladesh Flight diverted for India Pakistan War: ‘আপন’ পাকিস্তান এখন বিষ, ‘পর’ ভারত এখন দেবদূত! ইউনূসের বাংলাদেশের কিসসা বিমান কা…

Bangladesh Flight diverted for India Pakistan War: ‘আপন’ পাকিস্তান এখন বিষ, ‘পর’ ভারত এখন দেবদূত! ইউনূসের বাংলাদেশের কিসসা বিমান কা…
Listen to this article


Operation Sindoor: ইউনুসের বাংলাদেশ এতদিন পাকিস্তানকে তুতো-ভাই ভাবত। ভারতকে তুলোধুনা করতে পাকিস্তানের পাশে দাড়াতে দু’বার ভাবেনা বাংলাদেশ। সারাদিন ভারতকে নিয়ে ভুল, অসত্য, খারাপ এবং সর্বপরি অন্যান্য খবর প্রকাশ করে এমন লাফাতে থাকে মনে হয় অবোধের গোবধে আনন্দ। নিজেদের যা কিছু অপ্রাপ্তি, তা মেটায় ভারতের নিন্দা করে। অথচ, শিক্ষা, সংস্কৃতি,স্বাস্থ্য ব্যবস্থা, ব্যবসা বা শিল্প কোনটাই ভারতের ভারতের ধারেকাছে আসেনা। 

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আগাগোড়া পাকিস্তানকে সাপোর্ট করে এখন নিজেরাই বিপদে বাংলাদেশ। যেমন কাঁপছে পাকিস্তান ঠিক তেমনই বাংলাদেশ। ভারতের ওপর দিয়ে বাংলাদেশের বিমান চলাচল স্বাভাবিক থকলেও। এই পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইনসের বিমান। এর ফলে ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: General Asim Munir on Operation Sindoor: ‘শয়তানের আত্মা’ ভর করেছে তাঁকে! দেশের সবচেয়ে শক্তিধর এই ব্য়ক্তিই ডোবাচ্ছেন পাকিস্তানকে…

তিনি জানান, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজগুলো। তবে এখনও ভারতের ওপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে।

বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।

বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।
পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ ও ভারতের প্রায় ৩ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে। তবে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, দেশের সব বিমানবন্দর পুরোপুরি সচল রয়েছে এবং দেশের আকাশসীমা উন্মুক্ত ও বেসামরিক বিমান চলাচলের জন্য নিরাপদ রয়েছে। 

আরও পড়ুন: India Pakistan War: শুধু মাসুদ আজহার নয়, ছিন্নভিন্ন লশকর-প্রধান হাফিজ সঈদও! ভারতের প্রত্যাঘাতে উড়ে গেছে ছেলে ‘জঙ্গি’ তালহা…

বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইনসের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link