# Tags
#Blog

‘হাতজোড় করে অনুরোধ করছি’, সজল ঘোষকে ঘিরে চরম বিক্ষোভ ; তুলকালাম কোলে মার্কেটে !

‘হাতজোড় করে অনুরোধ করছি’, সজল ঘোষকে ঘিরে চরম বিক্ষোভ ; তুলকালাম কোলে মার্কেটে !
Listen to this article



<p><strong>কলকাতা :</strong> বিজেপির বনধকে কেন্দ্র করে কোলে মার্কেটে ব্যাপক উত্তেজনা। সম্মুখসমরে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল। পুলিশের সামনেই ধস্তাধস্তি, উত্তেজনা ছড়ায়। একদিকে হাতজোড় করে বনধে শামিল হওয়ার আহ্বান জানাতে দেখা যায় বিজেপি কাউন্সিলরকে। অন্যদিকে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় একাংশ । শামিল হন ব্যবসায়ীরাও। ‘ওষুধের দোকান বন্ধ করতে বলা কোন ধরনের রাজনীতি’ বলে বিক্ষোভ থেকে আওয়াজ তোলেন কেউ কেউ। সবমিলিয়ে চরম বিশৃঙ্খলা ছড়ায় সেখানে।</p>
<p>এদিন বাড়ি থেকে বেরিয়ে হাতজোড় করে শান্তিপূর্বক দোকান বন্ধ করার কথা বলছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি। ঘুরতে ঘুরতে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি কোলে মার্কেটে আসেন। সেই সময় একটি ওষুধের দোকান শাটার বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয়। ব্যবসায়ীরা সজল ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। সেই সময় বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ বলেন, ‘সজল ঘোষ তোলাবাজ। যে মানুষ ওষুধের দোকান বন্ধ করে সে সমাজের বিরোধী।’ প্রসঙ্গত, বিজেপি কাউন্সিলর জোরজবরদস্তি করে ওষুধের দোকান বন্ধ করছিলেন বলে অভিযোগ।&nbsp;</p>
<p>যদিও ব্যবসায়ীদের উদ্দেশে সজলকে বলতে শোনা যায়, "আমরা হাতজোড় করে অনুরোধ করছি। গায়ের জোর দেখাইনি। আপনারাও এই বনধে শামিল হন। হাত জোড় করে অনুরোধ করছি। " ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। সেই সময় নিরাপত্তাপরক্ষীরা তাঁকে ঘিরে রাখেন। মুচিপাড়া থানার পুলিশও তাঁকে বের করে আনার চেষ্টা করেন। একাংশ বিক্ষোভকারীর বিরুদ্ধে তাঁর পাল্টা অভিযোগ, এরা সমাজবিরোধী। এরা ধর্ষকের সমর্থক।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal