শংসাপত্র আসল না নকল ? বুঝতে ত্রিস্তরীয় যাচাই পদ্ধতির চালু বনগাঁ পৌরসভার
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার নকল শংসাপত্র রুখতে ত্রিস্তরীয় যাচাই পদ্ধতির চালু করল বনগাঁ পৌরসভা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুরসভা শংসাপত্র দেওয়ার ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছে।
কোনও ব্যক্তিকে যদি স্থানীয় পুরপিতা শংসাপত্র দেন, পরবর্তীকালে তা পুরসভার কর্মীরা সমস্ত অতি ভালো করে যাচাই করে দেখবেন। তারপর সেটা পুরো প্রধান বা পুরসভার কার্যনির্বাহী আধিকারিক পরীক্ষা করে চূড়ান্ত শংসাপত্র দেবেন। শুধু তাই নয় পুরসভার রেকর্ডে প্রতিটি শংসাপত্রের হিসাব থাকছে। পুরসভার এই শংসাপত্র নকল না হয়, তার জন্য নজরদারি চালাচ্ছে বনগাঁ পুরসভা। পুরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, পুরসভা এলাকায় সমস্ত সাইবার ক্যাফেতে এই ধরণের নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন, ‘সেই রাতে যে ৪ ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া, তাদের কেন হেফাজতে নিয়ে জেরা নয়?..’
বিস্তারিত আসছে…
আরও দেখুন