# Tags
#Blog

বাজাজ আনল নতুন চেতক, কেমন দেখতে, রেঞ্জ কত ? দাম কী পড়বে

বাজাজ আনল নতুন চেতক, কেমন দেখতে, রেঞ্জ কত ? দাম কী পড়বে
Listen to this article


Electric Scooters: এথার(Ather Electric) , ওলার (Ola Electric) মতো ইলেকট্রিক স্কুটাররে (Electric Scooters) সঙ্গে পাঞ্জা কষতে বাজারে এল বাজাজ চেতকের ৩৫ সিরিজ (Bajaj Chetak)। জেনে নিন, এর দাম বৈশিষ্ট্য ও মাইলেজ রেঞ্জ। 

কত দাম এই ইলেক্ট্রিক স্কুটারের
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। তবে এটি কোম্পানির মিডরেঞ্জ ভেরিয়েন্টের দাম। পাশাপাশি এর টপ এন্ড ভেরিয়েন্টের দাম রাখা হয়েচে ১ লাখ ২৭ হাজার টাকা। সেই ক্ষেত্রে আরও বেশকিছু বৈশিষ্ট্য পাবেন ক্রেতারা।

নতুন চেতকে আরও কী পাবেন আপনি
নতুন বাজাজ চেতক ৩৫ সিরিজে আরও বেশি জায়গা পাবেন ক্রেতারা। এখানে আপনি ৩৫ লিটারের বুট স্পেস রয়েছে বদল হয়েছে ব্যাটারির জায়গার। এতে ৪ কিলোওয়াটের ম্যাগনেট মোটর দিয়েছে কোম্পানি। যার টপ স্পিড ৭৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। এখান ৩.৫ ওয়াটের ব্যাটারি প্য়াক দিচ্ছে কোম্পানি। যা আগের থেকে অনেক বেশি হাল্কা। নতুন চেতরে ১৫৩ কিমি রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি করছে বাজাজ।

কত সময় লাগে চার্জ হতে
এই নতুন চেতকে ৯৫০ ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। যা ০-৮০ শতাংশ চার্জ হতে তিন ঘণ্টা সময় নেয়। আগের মতোই রাখা হয়েছে দু-চাকার চাবি। তবে হেড লাইটের ক্ষেত্র কিছুটা বদল করা হয়েছে। বদল হয়েছে টার্ন ইন্ডিকেটরেও। তাই অনেকটাই আলাদা দেখতে এই ইলেকট্রিক স্কুটার। তবে আগের আদল বদলায়নি কোম্পানি। নতুন চেতকে ৮০ এএমএম বেশি হুইলবেস দেওয়া হয়েছে। যেকারণে ইভির ফুটবোর্ডের জায়গা বেড়েছে।

কী কী বিশেষ বৈশিষ্ট্য় গাড়িতে
স্কুটারের টপ এন্ড মডেল ৩৫০১-এ একটি বড় টিএফটি স্ক্রিন পাবেন। যাতে মিউজিক কন্ট্রোল, জিও ফেন্সিং, ইনট্রিগে়টেড ম্যাপ ছাড়াও আরও অনেক নিয়ন্ত্রণ রয়েছে। মূলত, নতুন ফিচার দিয়ে এথার, ওলার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাইছে বাজাজ চেতক। পরিসংখ্যান বলছে, বিগত কেয়ক মাসে ৩ লাখের বেশি বাজাজ চেতক ইভি বিক্রি হয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করছে কোম্পানি।

সম্প্রতি ইলেকট্রিক স্কুটারে জগতে প্রবেশ করতে চলেছে হন্ডা অ্যাক্টিভা। বাজারে প্রচুর সংখ্যক প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দেবে Activa ইলেকট্রিক। এবার Activa ইলেকট্রিক বদল যোগ্য ব্যাটারির সঙ্গে আসবে। তাই এই স্কুটার নিয়ে ভারতে আগ্রহ বাড়ছে।
  

আরও পড়ুন : Kia Syros Launched: ভারতে এল কিয়া সিরস, টাটা পাঞ্চের মতো বক্সি ডিজাইন, কবে দাম জানা যাবে ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal