NOW READING:
Baisabi Utsab: জল ছিটিয়ে, নেচে-গেয়ে ঢাকায় বৈসাবি উৎসবের উদযাপনে বাংলাদেশের পাহাড়িরা…
April 13, 2025

Baisabi Utsab: জল ছিটিয়ে, নেচে-গেয়ে ঢাকায় বৈসাবি উৎসবের উদযাপনে বাংলাদেশের পাহাড়িরা…

Baisabi Utsab: জল ছিটিয়ে, নেচে-গেয়ে ঢাকায় বৈসাবি উৎসবের উদযাপনে বাংলাদেশের পাহাড়িরা…
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: ঢাকায় বৈসাবি উৎসব উদযাপন করলেন বাংলাদেশের পাহাড়িরা! বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কে নেচে-গেয়ে বৈসাবি উৎসব উদযাপন করলেন বাংলাদেশের পাহাড়ি জাতিগোষ্ঠীর ১৩টি সম্প্রদায়ের মানুষজন।

ঢাকার রমনা পার্কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ওয়েলফেয়ার সোসাইটি। নববর্ষ উপলক্ষে প্রতি বছর এই উৎসব আয়োজন করেন বাংলাদেশের পাহাড়িরা। চাকমা, মারমা, ত্রিপুরা, লুসাই, তংচঙ্গা, খেয়াং, খুসি, বনযোগি, ম্রোং, মাংকো, বম, মুরং, খিয়াং সম্প্রদায়ের লোকেরা এই অনুষ্ঠান আয়োজনে উপস্থিত ছিলেন।

এই উৎসব উপলক্ষে ঢাকায় একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। র‌্যালি শেষে ঢাকার রমনা পার্কের লেকে ফুল দিয়ে পুজো করেন চাকমারা। এরপর জল ছিটিয়ে নেচে-গেয়ে তরুণ-তরুণীরা মেতে ওঠেন উৎসবের আনন্দে।

আরও পড়ুন: Horoscope Today: কর্কটের প্রেম, সিংহের আত্মশক্তি, মীনের চ্যালেঞ্জ! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন…

আরও পড়ুন: Gajon Sannyasi Accident: চড়কসন্ন্যাসী হয়েছিল নবমশ্রেণির পড়ুয়া! গাজনের ‘ঝাঁপ’ থেকে হঠাৎই নীচে পড়ে গেল সে…উফ্…

অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য নিকোলাস চাকমা জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, প্রতি বছর নববর্ষ উপলক্ষে আমরা ১৩টি পাহাড়ি জনগোষ্ঠী তিন দিনের উৎসব আয়োজন করি। আজ ছিল ফুল বিজু উৎসব। এদিন আমরা নতুন বছরের জন্য নদীতে ফুল দিয়ে পুজো করি। এরপর জল ছিটিয়ে আনন্দ করি। আগামীকাল আমাদের মূল বিজু উৎসব হবে। তৃতীয় দিনের গজ্যাপজ্যার মাধ্যমে শেষ হবে এই আয়োজন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link