NOW READING:
সব্যসাচী দত্তই আড়াল করছেন অভিযুক্ত কাউন্সিলর সমরেশকে ! গুরুতর অভিযোগ আক্রান্ত প্রোমোটারের
December 24, 2024

সব্যসাচী দত্তই আড়াল করছেন অভিযুক্ত কাউন্সিলর সমরেশকে ! গুরুতর অভিযোগ আক্রান্ত প্রোমোটারের

সব্যসাচী দত্তই আড়াল করছেন অভিযুক্ত কাউন্সিলর সমরেশকে ! গুরুতর অভিযোগ আক্রান্ত প্রোমোটারের
Listen to this article


সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ৯দিন পার, তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর কোথায়? অধরা কাউন্সিলরকে খোদ পুর-চেয়ারম্যান আড়াল করছেন না তো? পুলিশের কাজেই বাধা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ আক্রান্ত প্রোমোটারের। ‘টাকা দিয়ে মার খেলাম, কেউ তো এমনি এমনি কাউন্সিলরকে টাকা দেয় না। হয়তো টাকার ভাগ গেলেও যেতে পারে’, সব্যসাচী দত্তর বিরুদ্ধেই অভিযুক্তকে আড়াল করার অভিযোগ আক্রান্ত প্রোমোটারের। 

‘প্রোমোটার তো কাউন্সিলরের বাড়ি গিয়ে এমনিতে টাকা দিয়ে আসে না। হয় সে প্রেশারে পড়ে। নয় তাকে থ্রেট করা হয়। টাকা দিয়ে আমি মার খেলাম। টাকা না দিলে তো আমার বডিটা মাটির তলায় ঢুকে যেত। কথা বলার মুখই থাকত না। আমার মনে হচ্ছে সব্যসাচীবাবু আড়াল করছেন সমরেশ চক্রবর্তীকে। আমি যে ২৩ লাখ টাকা দিলাম, তার কিছু ওর কাছেও যেতে পারে। ৯ দিন হয়ে গেল। অপরাধী ধরা পড়ল না। সমরেশ চক্রবর্তীকে লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারে।’ এমনই গুরুতর অভিযোগ করেছেন বাগুইআটির আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার। এই ঘটনায় এখনও আতঙ্কে ভুগছেন কিশোরের স্ত্রী দেবশ্রী। তিনি বলছেন, ‘এমন ঘটনার পর কেউ কাউকে কীভাবে আড়াল করতে পারেন, সেটাই ভেবে পাচ্ছি না। আমরা তো আগেই বলেছি ওর মাথায় কোনও প্রভাবশালীর হাত রয়েছে। বোঝাই যাচ্ছে কার হাত রয়েছে। এতদিন পার হয়ে গেল, তবু অপরাধী ধরা পড়ল না।’ 

এদিকে আক্রান্ত প্রোমোটারের অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করেছেন সব্যসাচী দত্ত। তিনি বলেছেন, ‘বাচ্চা ছেলে, ব্যবসা করছে। ভাল। করুন। ওর কোনও ভাল উপদেষ্টা দরকার। কোনও ভাল আইনজ্ঞর কাছে যান। উপদেশ নিন। রাজ্য পুলিশ, প্রশাসনের উপর আস্থা রাখুন। নিশ্চয় আইনি সুরাহা পাবেন। যখন টাকা চেয়েছিল, তখনই তো প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল। উনি বলছেন নিজের জমি। কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে বাড়ি বানাচ্ছেন। তাহলে কেন বেআইনি ভাবে টাকা দেবেন। তখনই তো আইনের দ্বারস্থ হওয়া উচিত ছিল। তাহলে তো এই দুর্ঘটনা হতো না। তাঁর মাথা ফেটেছে। এই ঘটনায় আমি দুঃখিত। কিন্তু উনি দিশাহীন ভাবে দৌড়চ্ছেন। বাংলার পুলিশ এখন জঙ্গি ধরতে ব্যস্ত। সমরেশ আজ নয় কাল ধরা পড়বেই।’ 

তোলা না দেওয়ায়, বাগুইআটির বাসিন্দা, পেশায় প্রোমোটার কিশোর হালদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে, বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী।  ২৩ লক্ষ টাকা দিয়েছিলেন। বাকি টাকা না দেওয়ায়, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। প্রোমোটার জোর করে কাজ শুরু করায়, তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা এসে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। 

আরও পড়ুন- ধর্মতলার ধর্নামঞ্চে ‘অতিসক্রিয়’ পুলিশ, অন্যদিকে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, নিরন্তর জ্বলবে দ্রোহের মশাল 

আরও দেখুন



Source link