ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙা নিয়ে পুরসভার অনুসন্ধানকারী টিমের রিপোর্টের অপেক্ষা

Estimated read time 1 min read
Listen to this article



<p>ABP Ananda Live: ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙা নিয়ে পুরসভার অনুসন্ধানকারী টিমের রিপোর্টের অপেক্ষা। রিপোর্ট দেখে ঠিক হবে পুরো বহুতল ভাঙা হবে, নাকি বহুতলের উপরিভাগ ভাঙা হবে। এই বহুতল কতটা বিপজ্জনক জানার পাশাপাশি, রিপোর্টে উল্লেখ থাকবে, পাশের বহুতলের অবস্থাও। ৩ দিনের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে আবাসিকদরে। যদিও কয়েকটি পরিবার এখনও এই বহুতলে রয়ে গিয়েছে।</p>
<p><strong>’হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়..’, বললেন ফিরহাদ হাকিম !<br /></strong></p>
<p>&nbsp;গত দেড় সপ্তাহে ইতিমধ্যেই হেলে পড়া বাড়ির সংখ্যা ৪ টে ছাড়িয়েছে। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগর পুরসভার দুটি এলাকার পর এবার তপসিয়ায় হেলে পড়েছে বহুতল। আতঙ্কে কাঁটা বাসিন্দারা। আর ঠিক এহেন পরিস্থিতির মাঝেই মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, ‘সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়’ !</p>
<p>এদিন ফিরহাদ হাকিম বলেন,’ সব হেলে পড়া বাড়ি মানেই বিপজ্জনক নয়। কলকাতায় অনেকগুলি বাড়ি আছে। বছরের পর বছর রয়েছে। আংশিক একটু হেলে গিয়েছে। বছরের পর বছর রয়েছে। এদিকের বাড়িটা Sanctioned plan পায়নি। আজকে Structural Ability Test হবে। তারপরে&nbsp; ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। FIR তো নিশ্চয়ই হয়েছে। আমি হট করে ..হঠকারী নই। এটা মেয়র ঠিক করবে না, এটা ইঞ্জিনিয়াররা ঠিক করবেন। সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয়, যদি Structural Ability দিয়ে দেয়। যে Structure ঠিক আছে, তাহলে বিপজ্জনক নয়।'</p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours