‘ছাগলের তিন নম্বর বা্চচার মতো লাফাচ্ছে কেন,’ বহুতল বিপর্যয়ে সুকান্তকে তোপ ফিরহাদের
<p><strong>কলকাতা:</strong> বাঘাযতীনে বহুতল হেলে পড়ার দায় কার? তা নিয়ে এখন চরমে চাপানউতোর। অভিযোগ, তিনতলার অনুমতি থাকলেও, নির্মাণ হয়েছিল চারতলা। এই আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মেয়রের পদত্যাগ দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা ফিরহাদ হাকিম বলেন, "সুকান্তর তো তিনটে, ছাগলের তিন নম্বর বা্চচার মতো লাফাচ্ছে কেন!”</p>
<p>বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। ফলে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। এদিন এপ্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন, কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ রয়েছে। অবৈধ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাউন্সিলররা টাকা নেন। এত বড় একটা বিল্ডিং হয়ে গিয়েছে, আর সেখানকার কাউন্সিলররা জানেন না! আমরা ঘাসে মুখ দিয়ে চলি! মুখ্যমন্ত্রীর উচিত কাউন্সিলরকে কান ধরে নিয়ে এসে জেলে ঢোকানো।”</p>
<p><strong>আরও পড়ুন: <a title="East Midnapore School: প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষকদের ঝামেলার জের, ছাত্রশূন্য হওয়ার মুখে স্কুল" href="https://bengali.abplive.com/district/school-on-the-verge-of-losing-students-due-to-dispute-between-principal-and-teacher-1115543" target="_self">East Midnapore School: প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষকদের ঝামেলার জের, ছাত্রশূন্য হওয়ার মুখে স্কুল</a></strong></p>
Source link