NOW READING:
Badrinath Dham: প্রথম মহা অভিষেকের ভোরেই আশ্চর্য ছবি বদ্রীনারায়ণ মন্দিরে! যখন বেদমন্ত্র ধ্বনিত হচ্ছে, তখন ১৫ হাজার ভক্ত…
May 4, 2025

Badrinath Dham: প্রথম মহা অভিষেকের ভোরেই আশ্চর্য ছবি বদ্রীনারায়ণ মন্দিরে! যখন বেদমন্ত্র ধ্বনিত হচ্ছে, তখন ১৫ হাজার ভক্ত…

Badrinath Dham: প্রথম মহা অভিষেকের ভোরেই আশ্চর্য ছবি বদ্রীনারায়ণ মন্দিরে! যখন বেদমন্ত্র ধ্বনিত হচ্ছে, তখন ১৫ হাজার ভক্ত…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদ্রীনাথধামের (Badrinath Dham) পোর্টাল খুলতে না খুলতেই রবিবার সকাল ৬টায় সেখানে জনপ্লাবন! ওই ভোরেই সেখানে হাজির ১৫ হাজার ভক্ত! বৈদিক মন্ত্র উচ্চারণ ও বাদ্যের মধ্যে দিয়ে খন মন্দিরদ্বার খুলছিল তখন সেখানে হাজির অসংখ্য মানুষ।

চারধামের অন্যতম

বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডের বদ্রীনাথ শহরে অবস্থিত বিখ্যাত এক হিন্দু মন্দির। এটির অধিষ্ঠাত্রী দেবতা শ্রীবিষ্ণু। বদ্রীনাথ শহর ও বদ্রীনারায়ণ মন্দির চারধামের তীর্থগুলির অন্যতম। বদ্রীনাথ মন্দির ১০৮ বৈষ্ণব তীর্থেরও একটি। প্রতি বছর এপ্রিল মাসের শেষভাগ থেকে নভেম্বর মাসের প্রথম ভাগ পর্যন্ত– এই ছয় মাস এই মন্দির খোলা থাকে। শীতে হিমালয়ের তীব্র প্রতিকূল আবহাওয়ার জন্য ওই সময়ে মন্দির বন্ধ রাখা হয়। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাড়ওয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,১৩৩ মিটার (১০,২৭৯ ফুট) উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। বদ্রীনারায়ণ মন্দির পঞ্চবদ্রীর অন্যতম। অন্য মন্দিরগুলসি হল– যোগধ্যান বদ্রী, ভবিষ্য বদ্রী, আদি বদ্রী এবং বৃদ্ধ বদ্রী।

আরও পড়ুন: Madhyamik Result 2025: অবিশ্বাস্য সাফল্য! মাধ্যমিকে ৯৩ শতাংশ! পরীক্ষার দিন বাড়িতে শ্রাদ্ধ, বাবা সারাদিন খোলা আকাশের নীচে বসে-বসে…

আরও পড়ুন: Pahalgam Terror Attack: পহেলগাঁও-কাণ্ডে নয়া মোড়? ‘কেন সেদিন দোকান খোলেননি?’ গোয়েন্দার ঠান্ডা প্রশ্নের মুখে পড়ে দোকানদার বললেন…

কষ্টিপাথরের দেবতা

এই মন্দিরের প্রধান দেবতা বিষ্ণু, যিনি ‘বদ্রীনারায়ণ’ নামে পূজিত হন। বদ্রীনারায়ণে রয়েছে ১ মিটার (৩.৩ ফুট) উচ্চতার বিগ্রহ। বিগ্রহটি কষ্টিপাথরে নির্মিত। আদিগুরু শঙ্করাচার্য এই মূর্তি উদ্ধার করেছিলেন। শালগ্রাম শিলায় তৈরিও বলা হয় এটিকে। অলকানন্দা নদীর জল থেকে এটি উদ্ধার হয়। আসলে এটি নদীর কাছেই অবস্থিত তপ্তকুণ্ড সংলগ্ন এক গুহায় লুক্কায়িত ছিল। পরে , ১৬ শতকে গাড়োয়ালের রাজা এই মন্দিরটি তৈরি করে দেন। এখানে গত বছর এই মন্দির দর্শন করতে এসেছিলেন ১৪ লক্ষ ভক্ত। ২০২৩ সালে এসেছিলেন ১৮ লক্ষ ভক্ত।

প্রসঙ্গত, হাজির ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিও। বদ্রীনাথ মাস্টার প্ল্যান খতিয়ে দেখেন তিনি। সেখানে নির্মাণকাজ চলছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link