# Tags
#Blog

Babar Azam | Champions Trophy 2025: কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপাকে বাবর আজম…

Babar Azam | Champions Trophy 2025: কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপাকে বাবর আজম…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি।       

টুর্নামেন্টে ৮ দলীয় লড়াই হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে একটি গ্রুপ। অপর গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি আয়োজক পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। 

আরও পড়ুন: বাবরদের সংসারে সুন্দরী অফিসার! কে এই হিনা মুনাওয়ার? চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ঝড়

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার প্রায় সপ্তাহ দুয়েক আগেই বুক ভাঙল বাবর আজমের। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও তারকা ক্রিকেটার  তাঁর এক্স হ্যান্ডলে আজ, বৃহস্পতিবার বিকালে লেখেন, ‘আমার ফোন এবং কনট্যাক্টস হারিয়ে ফেললাম। খুঁজে পেলেই সকলের সঙ্গে যোগাযোগ করব।’

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।  সকলের চোখ ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণে।   

আরও পড়ুন: রোনাল্ডোওওওওওও…ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে লিখলেন ইতিহাস, অবিশ্বাস্য বললেও কম

পাকিস্তান স্কোয়াড: মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সলমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, কামরান গুলাম, খুশদিল শাহ, তৈয়ব তাহির, উসমান খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ হাসনাইন ও আবরার আহমেদ।   

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal