NOW READING:
বিশ্বের শেষের শুরু ২০২৫ এই ? বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী মিলে গেলে বিপদ সকলেরই
December 20, 2024

বিশ্বের শেষের শুরু ২০২৫ এই ? বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী মিলে গেলে বিপদ সকলেরই

বিশ্বের শেষের শুরু ২০২৫ এই ? বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী মিলে গেলে বিপদ সকলেরই
Listen to this article


বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণীকে অনেকেই অব্যর্থ বলে মনে করে। ২০২৫ সাল নিয়েও এই বাবা ভাঙ্গা নির্দিষ্ট কিছু পূর্বাভাস রয়েছে।  ২০২৫ সালের জন্য বাবা ভাঙ্গা যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা নিয়ে আপাতত অনেকেরই উৎসাহ।  অতীতে তার দ্বারা করা ভবিষ্যদ্বাণী অনেক ক্ষেত্রেই মিলে গিয়েছিল হুবহু। নতুন বছর আসতে চলেছে। জ্যোতিষী এবং বিশেষজ্ঞদের মতে,নতুন বছর নিয়ে কিছু বিশেষ ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা, জেনে নিন কী সেগুলি।

বাবা ভাঙ্গার মতে ২০২৫  সালটি মোটেই শান্তির হবে না। তাঁর ভবিষ্যদ্বাণী অনুসারে, আগামী দিনে বাঁধতে পারে প্রবল রক্তক্ষয়ী এক যুদ্ধ। ইউরোপই হবে এই যুদ্ধের ভরকেন্দ্র। তারপর তা দিকে দিকে ছড়িয়ে পড়তে পারে। ভাঙ্গার ভবিষ্যদ্বাণী আরেকটি বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে সম্ভবত।  এই সময় রাজনৈতিক অস্থিরতাও  দেখা যেতে পারে।  

ইউরোপের এই ভয়াবহ যুদ্ধ কিন্তু প্রকৃতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে। জনসংখ্যায় ব্যাপক হ্রাস তে পারে। তবে গত কয়েক বছর ধরে সারা বিশ্বে বাড়তে থাকা ক্যান্সার রোগের একটি সুরাহা আসতে পারে মানুষের হাতে।  আক্রান্ত ব্যক্তিরাও ২০২৫ সালে বিজ্ঞানীদের সহায়তায় এই মারণ রোগ থেকে মুক্তি পেতে পারেন। 2025 সালে, মানুষ ভিনগ্রহীদের সাক্ষাৎও পেতে পারে। এতদিন ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে নানারকম ধারণা ও গল্প প্রচলিত ছিল। এবার সত্যি সত্যিই ভিনগ্রহীদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। বাবা ভাঙ্গা নাকি এও দাবি করেছেন যে আগামী বছরে বিশ্বের “ধ্বংসের সূচনা” হতে পারে। 

বাবা ভাঙ্গার কোন ভবিষ্যদ্বাণী এখন পর্যন্ত সত্যি হয়েছে?
১৯৯৬ সালে মৃত্যুর আগে, বাবা ভাঙ্গা ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন । এখনও পর্যন্ত তাঁর অনেক ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে।  যেমন – ২০০১ সালে আমেরিকায়  ৯/১১ হামলার ঘটনা। যাঁর উল্লেখ করো গিয়েছিলেন দার্শনিক নস্ত্রাদামুসও। বাবা ভাঙ্গার কর্ম বুলগেরিয়ায়। তিনি একজন অন্ধ সাধক।  ১৯১১ সালে রাশিয়ার অটোমান সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন বলে দাবি করা হয় । মাত্র ১২ বছর বয়সে, একটি ঝড়ের জন্য  তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। তারপর তিনি জানতে পারেন, আর কোনওদিনই তাঁর দৃষ্টি ফিরবে না।  বাবা ভাঙ্গা ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও দেখুন



Source link